Shares 2
Wayther এর Waist Leg Bag এ শর্ট রিভিউ
Last updated on 11-Dec-2024 , By Raihan Opu Bangla
যারা মোটরসাইকেলে রেগুলার সিটি বা লং রাইড করে থাকেন তাদের অনেক প্রয়োজনীয় জিনিসপত্র বিশেষ করে ফোন, ওয়ালেট, পাওয়ার-ব্যাংক, চার্জার সহ ইত্যাদি গ্যাজেট বহন করতে হয়।
Wayther Waist Leg Bag
এই গ্যাজেট গুলো বহনের জন্য অধিকাংশ বাইকার ব্যাকপ্যাক ব্যাবহার করে থাকেন, কিন্তু ব্যাকপ্যাক কাঁধে নিয়ে দীর্ঘ সময় বাইক রাইড করা অনেক কষ্টকর। আবার পকেটে কিছু রাখা অবস্থায় রাইড করাও বেশ অস্বস্তিকর বটে। এই সমস্যার কার্যকরী সমাধান হতে পারে Wayther এর Waist Leg Bag যা ইতিমধ্যেই বাইকারদের কাছে বেশ জনপ্রিয়।
Also Read: Wayther Bag Price In Bangladesh
১২ x ৭ ইঞ্চি এর এই Leg Bag টি কেবল লেগ ব্যাগ ই নয় বরং ক্রসবডি, শোলডার অথবা আউটডোর ক্যাজুয়াল ব্যাগ হিসেবেও ব্যাবহারযোগ্য। ১০০% এক্সপোর্ট কোয়ালিটি অক্সফোর্ড ফেব্রিক দ্বারা ব্যাগটি তৈরী যা ওয়াটারপ্রুফ ও বটে।
ব্যাগটি খুবই হালকা এবং এর ভিতরে পর্যাপ্ত স্পেস রয়েছে প্রয়োজনীয় সকল জিনিস রাখার মত। একজন রাইডার সহজেই তার ফোন, ওয়ালেট, বাইকের ডকুমেন্টস, পাওয়ারব্যাংক, চার্জার সহ গুরুত্বপূর্ণ সকল কিছু রাখতে পারবেন যা প্রয়োজন পড়লে সহজেই বের করা সম্ভব।
Wayther এর এই আকর্ষণীয় ব্যাগটির মূল্য মাত্র ১০০০ টাকা। বিস্তারিত জানতে Wayther এর অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন এখনই।
T
Published by Raihan Opu Bangla