Shares 2
Wayther এর Ultra Winter Jacket এর সাথে শীতকালে আরামদায়ক রাইড উপভোগ করুন
Last updated on 05-Dec-2024 , By Arif Raihan Opu
শীতকাল প্রায় এসে গেছে। ঢাকার বাইরে অনেক জায়গায় শীতের প্রকোপ ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এমন অবস্থায় বাইকারদের জন্য ভালমানের জ্যাকেট যে অপরিহার্য তা আর বলার অপেক্ষা রাখে না। শীতকালে আরামদায়ক রাইড উপভোগের জন্য বিশ্ববিখ্যাত রাইডিং গিয়ার Wayther নিয়ে এসেছে Ultra Winter Jacket যা সম্পূর্ণ বাংলাদেশে তৈরী।
Wayther Ultra Winter Jacket

আল্ট্রা উইন্টার জ্যাকেট উচ্চমানের এক্সপোর্ট কোয়ালিটি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরী এবং এর নিখুঁত ফিনিশিং আপনাকে ঠান্ডা, বাতাস এবং তুষারপাত থেকেও সুরক্ষিত রাখে। এটি বিশেষভাবে শীতের জন্য আরামদায়ক, স্টাইলিশ এবং ফ্যাশনেবল লুক প্রদান করে।
Also Read: Wayther Windbreaker Brand
আল্ট্রা উইন্টার মোটরসাইকেলিং জ্যাকেট আবহাওয়া প্রতিরোধী এবং উত্তাপ ধারণ ক্ষমতা সম্পন্ন, যা রাইডিং এর সময় আপনাকে উষ্ণ রাখে। এরই সাথে এই জ্যাকেটটির উল্লেখযোগ্য ফিচারসমূহ হলো -

- লাইটওয়েট এবং সহজে বহনযোগ্য
- সোয়েট ফেব্রিক দিয়ে তৈরী।
- ভেলক্রো এডজাস্টিং এর সাথে ইলাস্টিক স্লিভ কাফ।
- সামনে ও পিছনে রিফ্লেকটিভ স্টিকার ব্যাক প্যানেল।
- ভেতরের প্যানেল নাইলনের তৈরি, যা আরামদায়ক।
- ওয়াটারপ্রুফিং জিপার থাকায় বাতাস ও তুষারপাত প্রতিরোধে সক্ষম
- সামনে, পিছনে এবং ভেতরের দিকে ওয়াটারপ্রুফ জিপার পকেট।
- ওয়াটারপ্রুফ এবং বাতাস রোধী

এই আকর্ষণীয় জ্যাকেটটি সুন্দর সুন্দর কালার কম্বিনেশনে পাওয়া যায় এবং এর মূল্য মাত্র ১২৫০ টাকা।

আরো বিস্তারিত জানতে এখনই Wayther এর অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজ ভিজিট করুন।
T
Published by Arif Raihan Opu