Shares 2
TVS Stryker 125 পারফরম্যান্স, মাইলেজ ও ভালো-মন্দের বিশ্লেষণ - শুভ
Last updated on 06-Aug-2025 , By Shuvo Bangla
TVS Stryker 125 ২২,০০০ কিলোমিটারের বিশ্বস্ত সঙ্গী
সাধ্যের মধ্যে ভালো পারফরম্যান্স আর মাইলেজ পাওয়া যায় এই আশায় আমি বেছে নিয়েছিলাম TVS Stryker 125। আজ আমি বাইকটি চালিয়ে ফেলেছি ২২,০০০ কিলোমিটার, এবং এই পথচলার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি।বাইক কেনার দিন স্মরণীয় এক সন্ধ্যা -
বাইক কেনার দিনটা ছিল কুরবানির ঈদের ঠিক আগের সপ্তাহে। অনেকদিন ধরে নিজে অল্প অল্প করে টাকা জমাচ্ছিলাম। এক সন্ধ্যায় বাইকের অভাবটা খুব তীব্রভাবে অনুভব করি। সিদ্ধান্ত নেই, আজই বাইক কিনবো!

এক কাজিনকে নিয়ে রাত ১১টা পর্যন্ত শোরুম ঘুরে অবশেষে বাইক কেনা হয়। সেই দিনের উত্তেজনা আর আনন্দ আমি কোনোদিন ভুলবো না এটা আমার জীবনের স্মরণীয় মুহূর্তগুলোর একটি।
রাইডিং এক্সপেরিয়েন্স -

আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমি বাইকটি চালিয়েছি ২২,০০০ কিলোমিটার এবং পারফরম্যান্স নিয়ে আমি বেশ সন্তুষ্ট। বাইক এখনো ভালো সার্ভিস দিচ্ছে এবং যাত্রায় কোনো বড় ধরনের সমস্যার মুখোমুখি হইনি।
ভালো লাগা ও উন্নতির জায়গা -

TVS Stryker 125 বাইকের ভালো দিক -
- চমৎকার মাইলেজ (সিটি ও হাইওয়েতে পার্থক্য স্পষ্ট)
- আরামদায়ক সাসপেনশন ও রাইডিং পজিশন
- ইজি মেইন্টেনেন্স
- লং রাইডে কোনো প্যারা নেই
Also Read: Motorcycle Price In Bangladesh
TVS Stryker 125 বাইকের কিছু সীমাবদ্ধতা -
- বাইকে ভাইব্রেশন আছে, বিশেষ করে স্পিড বাড়লে
- ৫ স্পিড গিয়ার বক্স থাকলে আরও ভালো হতো
- টায়ার কিছুটা চিকন, যা হাই স্পিডে অতিরিক্ত টানাটানিতে সমস্যা করে
পরামর্শ -
কোম্পানির উচিত ভাইব্রেশন রিডাকশন এবং টায়ারের সাইজ বাড়ানো।
মাইলেজ -
সিটি রাইডে: প্রায় ৪২ কিমি/লিটার
হাইওয়ে রাইডে: প্রায় ৫২ কিমি/লিটার
যারা বাজেটের মধ্যে ভালো মাইলেজ চাচ্ছেন, তাদের জন্য এটা দারুণ।
লং ট্যুর ও ডেইলি সিটি রাইডিং অভিজ্ঞতা -
আমি বাইকটি দিয়ে লং ট্যুর এবং প্রতিদিনের কাজে ব্যবহার করেছি। দুই ক্ষেত্রেই পারফরম্যান্স ছিল দারুণ। ব্যাক পেইনের মতো কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি। সাসপেনশন যথেষ্ট সাপোর্টিভ।
কেন এই বাইকটি বেছে নিয়েছিলাম -
আমার বাজেট ছিল সীমিত, এবং আমি এমন একটি বাইক খুঁজছিলাম যার মাইলেজ ভালো, সার্ভিস সহজলভ্য এবং পার্টস এভেইলেবল। সব দিক বিবেচনায় TVS Stryker 125 ই ছিল আমার জন্য পারফেক্ট।
বাইক কেনার ব্যাপারে পরামর্শ -
যদি আপনি ১২৫ সিসি সেগমেন্টে বাজেট ফ্রেন্ডলি, রেগুলার ইউজের জন্য একটি বাইক খুঁজে থাকেন, তাহলে TVS Stryker 125 একটি স্মার্ট চয়েস হবে। এর মেইন্টেনেন্স সহজ, পার্টস সহজে পাওয়া যায় এবং মাইলেজেও ভালো সাপোর্ট দেয়।
Also Read: TVS Bike Price in Bangladesh
সার্বিক মতামত -
যতদিন সঠিকভাবে মেইন্টেন করা হবে, ততদিন বাইকটি আপনাকে পারফেক্ট পারফরম্যান্স দিবে বলে আমি বিশ্বাস করি। টায়ার চিকন থাকায় অতিরিক্ত স্পিডে খেয়াল রাখতে হয়, তবে মাইলেজ ও রেগুলার ইউজের জন্য এটি এক কথায় অসাধারণ।
TVS Stryker 125 আমার জন্য কেবল একটি বাইক না এটা আমার যাত্রার সঙ্গী, স্মৃতির অংশ। আপনি যদি বাজেটের মধ্যে একটি নির্ভরযোগ্য কমিউটিং বাইক খুঁজেন, তাহলে এটি হতে পারে আপনার জন্যও সেরা একটি সিদ্ধান্ত। ধন্যবাদ ।
লিখেছেনঃ শুভ
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।
T
Published by Shuvo Bangla