Shares 2
কিছু কিছু নতুন TVS Raider 125 ইঞ্জিন থেকে বাজে শব্দের কারন
Last updated on 24-Oct-2022 , By Ashik Mahmud Bangla
TVS Bike আমাদের দেশের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল ব্রান্ডগুলোর মধ্যে একটি। আর TVS Raider 125 বর্তমান সময়ের ১২৫ সিসি সেগমেন্টের মধ্যে সবচেয়ে আলোচিত একটা বাইক। সম্প্রতি দেখা যাচ্ছে খুব অল্প সংখ্যক Raider 125 ইউজাররা অভিযোগ করছেন তাদের নতুন বাইকের ইঞ্জিন থেকে একটা বাজে শব্দ আসছে। কিন্তু নতুন বাইকের ইঞ্জিন থেকে এমন শব্দ আসার কারন কি বা এমন হলে কি করনীয় আজ এই নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো।
প্রথমেই বলে রাখি এটা তেমন বড় কোন সমস্যা না, যারা ভাবছেন ইঞ্জিন খারাপ , ইঞ্জিন নষ্ট হয়ে গেছে এটা আপনাদের একটা ভূল ধারণা। ছোট্ট একটা সমস্যার কারনে নতুন TVS Raider 125 ইঞ্জিন থেকে বাজে শব্দ আসতে পারে।
TVS Raider 125 বাইকে ব্যবহার করা হয়েছে 125 Cc এর Air & Oil-Cooled 3V Engine । আর এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম 12.7 Bhp @ 8000 RPM পাওয়ার এবং 11.5 NM @ 6500 RPM টর্ক উৎপন্ন হয়। আমাদের দেশে যে বাইকগুলো পাওয়া যাচ্ছে সেগুলো Carburetor ভার্সন। বাইকটিতে ৫ টি গিয়ার সেয়া হয়েছে , তবে আপনি বাইকটি যখন কোন হাইওয়েতে রাইড করবেন তখন ৬ গিয়ারটাকে খুব মিস করবেন। বাইকটির ক্লাচ টাইপ Wet-Multiplate ।
টিভিএস তাদের এই বাইকটিতে 10L ফুয়েল ট্যাংক দিয়েছে এবং কোম্পানির মতে বাইকটি থেকে আপনি 50 Kmpl (Approx) মাইলেজ পেয়ে যাবেন। আমরা বাইকটি টেস্ট রাইড করেছিলাম এবং টেস্ট রাইডে কি ফলাফল পেলাম সেটা জানতে TVS Raider 125 Full Test Ride Review টি দেখুন।
কিছু কিছু নতুন TVS Raider 125 ইঞ্জিন থেকে বাজে শব্দের কারন
কিছু কিছু নতুন TVS Raider 125 ইঞ্জিন থেকে বাজে শব্দের কারন হচ্ছে বাইকের ট্যাপেট ক্লিয়ারেন্স এবং টাইমিং চেইনের এডজাস্টমেন্ট ঠিক না থাকা। এটা তেমন কোন বড় ইস্যু না , কম বেশি সব বাইকেই একটা সময় পর গিয়ে এই জিনিসটা এডজাস্ট করে নিতে হয়। আর যেহেতু নতুন বাইক তাই ইঞ্জিনে বড় কোন সমস্যা থাকার কথা না। আপনি যখন নতুন বাইক কিনবেন তখন বাইকের ব্রেক ইন পিরিয়ডমেনে চলুন এবং কোম্পানির থেকে বলে দেয়া নির্দেশনা অনুসরণ করুন।
ইঞ্জিন থেকে বাজে শব্দেরঃ
আপনার নতুন TVS Raider 125 বাইকের ইঞ্জিনে যদি এই সমস্যা দেখা দেয় তাহলে সরাসরি TVS এর সার্ভিস সেন্টারে চলে যান। অনেকেই আছেন যারা এলাকার লোকাল গ্যারেজে নিয়ে সমস্যা উল্টা বাড়িয়ে ফেলেন। যেহেতু নতুন বাইক তাই আপনার বাইকের অবশ্যই অফিসিয়াল ওয়ারেন্টি আছে , তাই এমন কোন কাজ করবেন না যার জন্য আপনার বাইকের ওয়ারেন্টি নষ্ট হয়ে যায়।
সব সময় নতুন বাইকের যত্ন নিন , রাস্তায় আপনার বাইকও ভালো সার্ভিস দিবে। নিজে নিরাপদ থাকুন আর অন্যকে নিরাপদে বাইক রাইডে উৎসাহিত করুন।
ধন্যবাদ।
T
Published by Ashik Mahmud Bangla