Shares 2

TVS NTorq 125 ফিচার রিভিউ!

Last updated on 01-Aug-2024 , By Shuvo Bangla

সম্প্রতি টিভিএস বাংলাদেশ লঞ্চ করেছে TVS NTorq 125 স্কুটার। এই স্কুটারটি টিভিএস এর পারফর্মেন্স স্কুটার এবং সেই সাথে অনেক আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ও ফিচার্স যুক্ত। এই স্কুটারটি ১২৫সিসি সেগমেন্টে অন্যতম মাসকুলার এবং স্পোর্টি লুকস সমৃদ্ধ স্কুটার।

এখন এই স্কুটারটি ১২৫সিসি সেগমেন্টের সবচেয়ে এডভান্সড ও আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ একটি স্কুটার। এই স্কুটারটিতে অনেক নতুন প্রযুক্তি ও ফিচার্সের সমন্বয় ঘটানো হয়েছে। তাই আজ আমরা এই স্কুটারটির ফিচার্স নিয়ে আলোচনা করব।

TVS NTorq 125 ফিচার রিভিউ!

TVS NTorq 125

TVS NTorq 125

যদি স্টাইলের দিক থেকে ধরা হয় তবে TVS NTorq 125 অন্যতম একটি স্টাইলিশ বাইক এই সেগমেন্টে। আমরা যদি এর বাইরের লুকস, ডিজাইন ও স্টাইলের দিক লক্ষ্য করি, তবে এটি সবাইকে আকৃষ্ট করবে।

ফ্রন্ট থেকে টেইল পর্যন্ত যদি আমরা খেয়াল করি, তবে দেখতে পাবো যে স্কুটারটি কত সুন্দর ভাবে ডিজাইন করা হয়েছে। এটি স্টেলথ এয়ারক্রাফট ডিজাইন থেকে ইন্সপায়ার্ড হয়ে ডিজাইন করা হয়েছে।

স্কুটারটির সবচেয়ে আকর্ষনীয় দিক হচ্ছে এর স্পিডোমিটার। এই স্পিডোমিটারটি গেমিং কনসোল ইন্সপায়ার্ড থেকে ডিজাইন করা হয়েছে। এতে অনেক তথ্য এক সাথে দেখা যায়।

এই স্পিডোমিটারে ট্রিপ মিটার, থ্রি ট্রিপ মিটার, স্পিড, পাওয়ার ইকো মোড, হাই স্পিড ইন্ডিকেটর, ব্লু টুথ কানেকশন, নেভিগেশন এসিসটেন্ট, এই সকল তথ্য প্রদর্শন করে থাকে।

এবার একটু রেয়ার এর দিকে লক্ষ্য করা যাক। রেয়ারে দেয়া হয়েছে সিনেচার টি-রেয়ার ল্যাম্প, যা আপনাকে এয়ারক্র্যাফট এর অনুভূতি প্রদান করবে। সেই সাথে দেয়া হয়েছে স্পোর্টি মাফলার। রেয়ারের অন্যতম আকর্ষণীয় দিক হচ্ছে আফটার বার্নার স্টাইল রেয়ার ভেন্ট।

এবার একটু সামনের দিকে দেখা যাক। আপনি সামনের দিকে দেখতে পাবেন যে আকর্ষণীয় হেড-ল্যাম্প দেয়া হয়েছে। এটি একটি সিগনেচার এলইডি হেডলাইট। আর এই কারণেই স্কুটারটি দেখতে অনেক বেশি আকর্ষণীয় এবং এগ্রেসিভ হয়েছে।

TVS NTorq 125

ইঞ্জিন

এখন সবচেয়ে গুরুত্বপূর্ন অংশ হচ্ছে ইঞ্জিন। টিভিএস ব্যবহার করেছে ১২৪.৮সিসি, সিঙ্গেল সিলিন্ডার, তিনটি ভাল্ব যুক্ত, এয়ার কুল্ড, ফোর স্ট্রোক ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে  9.25 BHP @ 7500RPM এবং 10.5Nm @ 5500RPM শক্তি উৎপন্ন করতে সক্ষম।

ইঞ্জিন থেকে বেশ দারুণ পাওয়ার ও টর্ক উৎপন্ন হয়ে থাকে। এছাড়া এতে যুক্ত করা হয়েছে CVTi রেভ ইঞ্জিন, যাতে করে এর রাইডিং অভিজ্ঞতা আরও সুন্দর হয়।

হুইলস, ব্রেকস এবং সাসপেনশন

TVS NTorq স্কুটারটিতে দেয়া হয়েছে ডিস্ক ও ড্রাম ব্রেক। সামনের দিকে যুক্ত করা হয়েছে ২২০মিমি ডিস্ক ব্রেক। এবং রেয়ার যুক্ত করা হয়েছে ১৩০মিমি ড্রাম ব্রেক। তবে আমার মনে হয় যদি তারা দুটি ব্রেকই ডিস্ক ব্যবহার করত তবে ব্রেক আরও ভাল হতো।

সাসপেনশনের ক্ষেত্রে স্কুটারটিতে সামনে দেয়া হয়েছে বেসিক টেলিস্কোপিক সাসপেনশন এর সাথে হাইড্রোলিক ডাম্পার্স। অপরদিকে রেয়ারে দেয়া হয়েছে টোগলিং, গ্যাস ফিল্ড, হাইড্রোলিক টাইপ, কয়েল স্প্রিং সাসপেনশন।

সাসপেনশন এর ক্ষেত্রে স্কুটারটি অন্যান্য রেগুলার স্কুটারের চেয়ে এগিয়ে রয়েছে। এই সাসপেনশনের কারণে আপনি স্কুটারটি থেকে একটি প্রিমিয়াম অনুভূতি পাবেন।

TVS NTorq 125 Back

টিভিএস এনটর্ক ১২৫ হুইল গুলো হচ্ছে এলয় হুইল। স্কুটারটির সামনের দিকে দেয়া হয়েছে ১০০/৮০ এবং রেয়ারে দেয়া হয়েছে ১১০/৮০ সেকশন টায়ার। হুইল গুলো হচ্ছে ১২” ইঞ্চির এলয় রিম। স্কুটারটির স্ট্যাবিলিটি এবং এর কর্ণারিং স্কিল অনেক ভাল। আর এতে খুব সহজেই লিন করা যায়।

স্কুটারটি ডাইমেনশন এর দিক থেকে 1865 x 710 x 1160 মিলিমিটার এবং এই স্কুটারটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে ১৫৫মিলিমিটার। এই স্কুটারটির কার্ব ওয়েট হচ্ছে ১১৬ কেজি এবং এর ফুয়েল ট্যাঙ্কে ৫ লিটার ফুয়েল নেয়া যায়।

তো, আপনি বুঝতেই পারছেন যে এই TVS NTorq স্কুটারটি ১২৫সিসি সেগমেন্টের একটি প্রিমিয়াম স্কুটার। দামের দিক থেকে হয়ত একটু বেশি মনে হতে পারে। তবে অন্যান্য স্কুটার এর সাথে তুলনা করলে আপনি এটাকেই বেশি এগিয়ে রাখবেন।

Published by Shuvo Bangla

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

I-am Anger

I-am Anger

Price: 0.00

I-am Roma

I-am Roma

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Aima A500

Aima A500

Price: 0.00

Aima A715

Aima A715

Price: 0.00

AIMA Dream Maker

AIMA Dream Maker

Price: 0.00

View all Upcoming Bikes