Shares 2

TVS Apache RTX 300 টিভিএস এর প্রথম অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক লঞ্চ করল আন্তর্জাতিক বাজারে

Last updated on 19-Oct-2025 , By Badhan Roy

ভারতীয় ব্র্যান্ড টিভিএস নিয়ে নতুন করে বলার কিছু নেই। স্কুটার থেকে শুরু করে স্পোর্টস পর্যন্ত বিভিন্ন সেগমেন্ট অনুযায়ী বাজেটের মধ্যে পাওয়ারফুল এবং যুগোপযোগী ফিচার সমৃদ্ধ বাইক প্রস্তুত করার কারনে টিভিএস ব্র্যান্ডের বাইকগুলো বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়। দীর্ঘদিন পর সম্প্রতি ভারতে টিভিএস মোটরকর্প লঞ্চ করেছে তাদের প্রথম অ্যাডভেঞ্চার ট্যুরিং বা ADV বাইক TVS Apache RTX 300.

 TVS Apache RTX 300

TVS Apache RTX 300 টিভিএস এর প্রথম অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক লঞ্চ করল

TVS Apache RTX 300 বাইকটি লঞ্চিং এর সাথেই বেশ হইচই লক্ষ্য করা গেছে বাইকারদের মধ্যে। অ্যাডভেঞ্চার ট্যুরিং শেপের সেমি ফেয়ারড এই বাইকটির লুক যথেষ্ট এগ্রেসিভ। বাইকটিতে দেওয়া হয়েছে ২৯২.২৬ cc সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিন যা ২৮.১৪ Nm টর্ক সহ ৩৫.০৮ PS শক্তি উৎপাদন করতে পারে। 

সিটি ট্রাফিক হ্যান্ডলিং থেকে শুরু করে হাইওয়ে কিংবা অফরোডিং পর্যন্ত এই বাইক চমৎকার পারফরম্যান্স প্রদান করতে সক্ষম। ডুয়াল চ্যানেল এবিএস, মাল্টিপারপস টায়ার, চারটি রাইড মোড, ৬-স্পিড গিয়ারবক্স, কুইক শিফটার, ক্রুজ কন্ট্রোল এবং একটি TFT ডিসপ্লে প্যানেলের মতো আধুনিক ফিচারগুলো থাকায় বাইকাররা ইতিমধ্যেই RTX 300 নিয়ে বেশ আগ্রহ প্রকাশ করেছেন।  

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম

বাইকটির বিল্ড কোয়ালিটি বেশ ডিউরেবল এবং টিভিএস গ্লোবাল থেকে দাবি করা হচ্ছে বাইকটি ২৮-৩২ কি.মি প্রতি লিটারে মাইলেজ দিতে সক্ষম। মূলত এডভেঞ্চার প্রেমী রাইডারদের জন্য বিশেষভাবে ডিজাইন করা এই বাইকটি ৩ টি আকর্ষণীয় কালার কম্বিনেশনে লঞ্চ করা হয়েছে। বাইকটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১.৯৯ লক্ষ রুপি যা নেটিজেনদের মতে বেশ এগ্রেসিভ প্রাইসিং। 

বাংলাদেশের সাধারণ বাইকারদের মত আমরাও আশাবাদী টিভিএস বাংলাদেশ হয়তো অদূর ভবিষ্যৎ এ এই ধরণের হায়ার সিসির আকর্ষণীয় বাইক বাংলাদেশের বাইকারদের জন্য নিয়ে এসে একটি সেরা কামব্যাক দিতে পারবে। 

বাইক বিষয়ক সকল তথ্য ও আপডেটের জন্য বাইকবিডির সাথেই থাকুন। 

Published by Badhan Roy