Shares 2

TVS Apache RTR 160 4V বাইক নিয়ে মালিকানা রিভিউ - মনির

Last updated on 31-Jul-2024 , By Shuvo Bangla

আমি নাবিল ইসলাম মনির । আজ আমি আমার TVS Apache RTR 160 4V বাইকটি বেছে নিয়েছি কারন বাইকবিডি তে  ভিডিও রিভিউ দেখে বাইকটি আরো ভালো লেগেছিল  বাইকটির লুক রেডি পিক আপ সব কিছু বেশ ভালোই। বাইকটি চালাতে অনেক কম্ফোর্টাবল । আমার হাইটের সাথে বাইকটি মানায় তাই আমি এই বাইকটি বেছে নিয়েছি।

TVS Apache RTR 160 4V বাইক নিয়ে মালিকানা রিভিউ

TVS Apache RTR 160 4V বাইক নিয়ে মালিকানা রিভিউ - মনির

বাইকটি ২,২৬,০০০ টাকা দিয়ে কিনেছি । ২ বছরের রেজিস্ট্রেশন করেছি , বাইকটি আমি গাইবান্ধা TVS এর অফিসিয়াল শোরুম থেকে ক্রয় করেছি । বাইক কেনার দিন অনেক এক্সাইটেড ছিলাম যা বলে বোঝানো যাবেনা।  বাইক নিতে তিনটি বাইক গিয়েছিলাম বড় ভাই বন্ধুদের কে নিয়ে গেছিলাম আমার বাইকটি ক্রয় করার জন্য। এবং ওইদিন খুব মজায় ছিলাম কারন বাইক মানে বাইকারদের ভালোবাসা । 

বাইক নেওয়ার পর বাংলাদেশের ৬৪ টা জেলার মধ্যে ৪৪ জেলায় ভ্রমণ করেছি টেকনাফ থেকে তেতুলিয়া কক্সবাজার থেকে খাগড়াছড়ি বান্দরবান সাজেক রাঙামাটি তিন্দু অনেক অ্যাডভেঞ্চার ও করেছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক ভাল আছি কোন বড় ধরনের এক্সিডেন্ট হিস্টোরি নাই ।  দীর্ঘদিন হলো বাইক বিডি সাথে আছি সব সময় সাথে থাকবো ইনশাল্লাহ ৷ ধন্যবাদ । 


লিখেছেনঃ  নাবিল ইসলাম মনির

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

Published by Shuvo Bangla