Shares 2

TVS Apache RTR 160 4V-এবার পারফরম্যান্সে নতুন মাত্রা

Last updated on 08-Sep-2025 , By Rafi Kabir

ভারতে লঞ্চ হল TVS Apache RTR 160 4V ও RTR 200 4V। জনপ্রিয় মডেল TVS Apache RTR 160 4V এবং RTR 200 4V এবার এসেছে একেবারে নতুন সব ফিচারস নিয়ে । নতুন বাইকে আছে মর্ডান টেকনোলজি, আকর্ষনীয় ডিজাইন এবং নতুন কালার। ভারতে লঞ্চ করা বাইকের দাম রাখা হয়েছে TVS Apache RTR 160 4V -এর জন্য ১.৪৭ লাখ রুপি এবং TVS Apache RTR 160 4V-এর জন্য ১.৫৯ লাখ রুপি (দিল্লি শোরুম মূল্য)।

TVS Apache RTR 160 4V

নতুন এই বাইকে দেওয়া হয়েছে একেবারে নতুন Class-D Projector Headlight ও  LED Day-time running light(DRL), যা আগে শুধু Apache RTR 310 এ পাওয়া যেত। ফলে রাতের অন্ধকারে হেডলাইটের আলোয় খুব স্পষ্ট দেখা যায়। এছাড়া বাইকটিতে রয়েছে 5 inch Display cluster, যেখানে Bluetooth কানেকশন ও voice assist সুবিধাও দেওয়া হয়েছে।

নিরাপত্তার ক্ষেত্রে TVS বিশেষ গুরুত্ব দিয়েছে। বাইকটিতে এখন রয়েছে Traction control system, যা কঠিন পরিস্থিতিতেও টায়ারের গ্রিপ ধরে রাখতে সাহায্য করবে। এর পাশাপাশি Assist Clutch ও Slipper Clutch যুক্ত করা হয়েছে, যা গিয়ার পরিবর্তনকে মসৃণ করে এবং হঠাৎ ব্রেকের সময় নিরাপত্তা বাড়ায়।

গ্রাহকদের পছন্দ মাথায় রেখে TVS নতুন কালার ও এনেছে। TVS Apache RTR 160 4V পাওয়া যাবে racing red, marine blue ও matte black কালার। অন্যদিকে TVS Apache RTR 200 4V পাওয়া যাবে matte black ও Granite Grey কালারে । এই নতুন কালারগুলো বাইক দুটিকে দিয়েছে আরও প্রিমিয়াম লুক।

সব মিলিয়ে বলা যায়, ডিজাইন এর সূক্ষ্ম পরিবর্তন, নতুন ফিচারস এবং নতুন কালার  TVS Apache RTR 160 4V ও TVS Apache RTR 200 4V আরও আকর্ষণীয় করে তুলেছে। টিভিএস আশা করছে, নতুন এই দুইটি বাইক ভারতীয় বাজারে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং প্রতিযোগিতায় এগিয়ে রাখবে।

Published by Rafi Kabir