Shares 2
Suzuki GSX 125 বাইকটিতে চলছে ১০,০০০ টাকার ক্যাশব্যাক অফার
Last updated on 14-Nov-2023 , By Arif Raihan Opu
সুজুকি বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড। সুজুকি জিক্সার মডেলটি বাংলাদেশে অনেক বেশি জনপ্রিয় একটি মডেল। এছাড়া সুজুকির কমিউটার মোটরসাইকেল Suzuki GSX 125 বাইকটিও বেশ জনপ্রিয়।

বাংলাদেশে সুজুকির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে র্যানকন মোটরবাইকস লিমিটেড। সুজুকি বাংলাদেশের কমিউটার রাইডারদের জন্য নিয়ে এসেছে এক ধামাক অফার। Suzuki GSX 125 বাইকটিতে দেয়া হচ্ছে ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার।
বর্তমানে সুজুকি জিএসএক্স ১২৫ বাইকটির দাম হচ্ছে ১,৪১,৯৫০ টাকা। ক্যাশব্যাক দেয়ার পর বাইকটির দাম হচ্ছে ১,৩১,৯৫০ টাকা। এই অফারটি সীমিত সময়ের জন্য দেয়া হচ্ছে।

১২৫সিসি কমিউটার সেগমেন্টের মোটরসাইকেলের ভেতর এই বাইকটি বেশ ইউনিক ডিজাইন ও স্টাইল সমৃদ্ধ একটি মোটরসাইকেল। এছাড়া পারফর্মেন্স ও পাওয়ারে দিক থেকেও বাইকটি ১২৫সিসিতে বেশ এগিয়ে রয়েছে।
বাইকটি সম্পর্কে বিস্তারিত জানতে ও এই অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনার কাছাকাছি সুজুকি মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন।

এছাড়া মোটরসাইকেলের ব্র্যান্ড, দাম, সর্বশেষ খবর ও টিপস পেতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।
T
Published by Arif Raihan Opu