Shares 2

Suzuki Gixxer SF এ চলছে ২০,০০০ টাকার ডিস্কাউন্ট অফার

Last updated on 04-Oct-2025 , By Arif Raihan Opu

মোটরসাইকেল বিক্রয়ের দিক থেকে বর্তমানে উপরের দিকে যেই নামটি রয়েছে সেটি হচ্ছে সুজুকি মোটরসাইকেল বাংলাদেশ। বিক্রয়ের দিক থেকে বর্তমানে সবার উপরের দিকেই রয়েছে সুজুকি। আর সুজুকি সব সময় তাদের কাস্টমারদের কথা চিন্তা করে ভিন্ন ভিন্ন অফার নিয়ে হাজির হয়ে থাকে। 

Suzuki Gixxer SF ডিস্কাউন্ট অফার

Suzuki Gixxer SF ডিস্কাউন্ট অফার

বাংলাদেশে স্পোর্টস কমিউটার সেগমেন্ট বেশ জনপ্রিয়। আর এই সেগমেন্টে বাংলাদেশে জনপ্রিয় মডেল হচ্ছে Suzuki Gixxer Sf 150। স্পোর্টি লুকস এবং কমিউটিং হবার কারনে অনেকেই বাইকটিকে পছন্দ করে থাকেন। 

Also Read: Motorcycle Price In Bangladesh

তবে বর্তমানে এই বাইকটির উচ্চসিসির ভার্সন বাংলাদেশে রয়েছে। গত বছর Suzuki Gixxer SF 250 বাংলাদেশে লঞ্চ করা হয়। তবে ১৫০সিসি এবং ২৫০সিসি এর ভেতর ডিজাইন লুকস এবং স্টাইলের ক্ষেত্রে তেমন কোন পার্থক্য নেই। শুধু মাত্র ইঞ্জিন পাওয়ার ও কিছু ফিচার্স আপগ্রেড করা হয়েছে। 

কিন্তু বর্তমানে সুজুকি শুধু মাত্র ছোট ভার্সন মানে ১৫০সিসি জিক্সার এসএফ বাইকটিতে অফার দিচ্ছে। সুজুকি তাদের এই মডেলটিতে দিচ্ছে ২০,০০০ টাকা পর্যন্ত ছাড়। বর্তমানে বাইকটির দাম হচ্ছে ৩,৪৯১৯৫০/- টাকা এবং ছাড়ের পর দাম হচ্ছে ৩,২৯,৯৫০/- টাকা। 

এছাড়া আপনি কিস্তি সুবিধার মাধ্যমেও সুজুকির মোটরসাইকেল ক্রয় করতে পারবেন। বিস্তারিত জানতে আপনার কাছাকাছি সুজুকি অথোরাইজড শোরুম এ যোগাযোগ করুন। 

মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, খবর এবং সর্বশেষ আপডেট জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

Published by Arif Raihan Opu