Shares 2

বাংলাদেশে লঞ্চ হলো Roadmaster Rapido 150 with CBS

Last updated on 28-Jul-2024 , By Saleh Bangla

Roadmaster Motors Ltd বাংলাদেশে প্রথমবারের মত লঞ্চ করেছে Roadmaster Rapido 150 with CBS। এটি সম্পূর্ন রুপে নতুন এবং ১৫০সিসির বাইক। এই বাইকটি লঞ্চ করার মূল কারন হচ্ছে যে, মানুষকে জানানো যে রোডমাস্টার একটি বাংলাদেশী মোটরটাইকেল কোম্পানি ওয়াল্টন এবং রানার এর মত। 

roadmaster rapido

Rapido 150 একটি ১৫০সিসির মোটরসাইকেল। এই কোম্পানিটি সেই বাইক কোম্পানি যারা রোডমাস্টার প্রাইম ৮০সিসি বাইকটি তৈরি করেছে। এই বাইকটি বাংলাদেশের সবচেয়ে কম মূল্যের বাইক। রোডমাস্টার রেপিডোতে সংযুক্ত করা হয়েছে CBS ব্রেকিং সিস্টেম। রোডমাস্টার রেপিডো হচ্ছে কিওয়ে আরকেএস১৫০ এর পর দ্বিতীয় বাইক যাতে CBS ব্রেকিং সিস্টেম যুক্ত করা হয়েছে।

Roadmaster Rapido 150 with CBS বাইকটিতে যেসব ফিচার যুক্ত করা হয়েছেঃ

  • হ্যালোজেন ডিসি হেডলাইট
  • ফুয়েল ট্যাঙ্ক স্কুপ
  • ট্যাঙ্ক স্কুপের সাথে পার্কিং লাইট
  • এলইডি ইন্ডিকেটর
  • পাইপ হ্যান্ডেল
  • ডিজিটাল স্পিডোমিটার যা রং পরিবর্তন করা যায়
  • CBS ব্রেকিং সিস্টেম
  • ডুয়েল ডিস্ক ব্রেক
  • ২৪০মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক
  • টিউবলেস টায়ার
  • টুইন এক্স হস্ট সিস্টেম
  • হাফ চেইন কভার
  • রিয়ার মাড কাভার
  • ১৩০মিমি রিয়ার সেকশন টায়ার
  • রিয়ার গ্রেইব রেইল

roadmaster rapido price

Roadmaster Rapido এর ইঞ্জিন ১৫০সিসির এয়ার কুলড সিঙ্গেল সিলিন্ডার। ইঞ্জিনটি মুলত কার্বুরেটর দ্বারা নিয়ন্ত্রিত। রোডমাস্টার দাবী করছে যে বাইকটি ৭.৮কিলোওয়াট এর সাথে ৭০০০rpm এবং ১৫.৫NM টর্ক এর সাথে ৫৫০০rpm শক্তি উতপন্ন করতে সক্ষম। এই ইঞ্জিনটির সাথে যুক্ত আছে ৫স্পিড গিয়ার বক্স। বাইকটির ফ্রন্ট সাসপেনশন হাইড্রোলিক টেলিস্কোপিক এবং রিয়ার মনোস্প্রিং কয়েল সাসপেশন। এতে কোন কিক স্টার্ট নেই, শুধু মাত্র সেলফ স্টার্ট দেয়া হয়েছে। শুস্ক অবস্থায় বাইকটির ওজন ১৩৯ কেজি। এর ফুয়েল ট্যাঙ্কে প্রায় ১৪ লিটার ফুয়েল নেয়া যায়।

roadmaster rapido 150 bd price

বর্তমানে রোডমাস্টার রেপিডো তিনটি রং এ বাজারে ছাড়া হয়েছে। লাল, নীল এবং কালো। এর দাম ধরা হয়েছে ১,৬৮,৯০০/- টাকা। শুধু মাত্র প্রথম কয়েকজন কে কাস্টমার ডিস্টাকাউন্ট দেয়া হবে। প্রতিটি বাইকের সাথে আপনি পাবেন ২ বছরের ওয়ারেন্টি এবং ১০টি ফ্রী সার্ভিস।

roadmaster rapido 150 tail ligth

Roadmaster  Rapido 150 with CBS  বাংলাদেশের অন্যতম ১৫০-১৬৫ সিসি সেগমেন্টে নতুন সংযোজন বাইক ইন্ডাস্ট্রিতে। যেহেতু বাজাজ এবং টিভিএস সম্প্রতি তাদের বাইকের দাম কমিয়েছে। তাই বোঝা যাচ্ছে Roadmaster  Rapido 150  এদের সাথে ভালই প্রতিযোগীতা করবে।  

Published by Saleh Bangla