Shares 2

ছাত্রজীবনের সঙ্গী ইলেকট্রিক বাইক REVOO A10 ব্যবহার অভিজ্ঞতা - ফয়সাল হাসান গালিব

Last updated on 13-Jul-2025 , By Shuvo Bangla

আমি ফয়সাল হাসান গালিব , বর্তমানে আমি একজন ছাত্র। নিজের জমানো টাকা থেকে খুব ভেবেচিন্তে আমি কিনেছি আমার জীবনের প্রথম ইলেকট্রিক বাইক REVOO A10। বাইকটি কিনেছি যশোর রিভো শোরুম থেকে, অফারসহ মূল্য ছিল ৮০,০০০ টাকা। আর আনন্দের বিষয় হচ্ছে, অফারে স্ক্র্যাচ কার্ড ঘেঁষে আমি পেয়েছি ১০,০০০ টাকা ক্যাশব্যাক !

কেন ই-বাইক -

বাইক কেনার প্রধান কারণ ছিল বিনা খরচে চলার সুবিধা। এখন এক মাসের অভিজ্ঞতায় বলতে পারি, সিদ্ধান্তটা ছিল একদম সঠিক। প্রতি মাসে গড়ে ৫০০ কিলোমিটার চালাই, আর খরচ হয় মাত্র ৭০ টাকার মতো ।

চার্জিং ও রেঞ্জ - 

একবার ফুল চার্জে আমি পাই প্রায় ৬৫ কিলোমিটার রেঞ্জ, যেখানে প্রতি চার্জে খরচ হয় মাত্র ৮ টাকা। মাসে গড়ে ৮ বার চার্জ দিই, অর্থাৎ প্রতি ৩-৪ দিন পরপর একবার চার্জ করলেই হয়। ফুল চার্জ হতে সময় লাগে প্রায় ৮ ঘণ্টা।

টাফ টেস্টে উত্তীর্ণ - 

এটা সত্যিই অবাক করা ব্যাপার যে, REVOO A10 আমাকে হতাশ করেনি ঝড়, বৃষ্টি, ধুলাবালি, কাদা মাটি, ভাঙ্গাচোরা রাস্তা এমনকি হাঁটু পানির মধ্য দিয়েও বাইকটা খুব ভালো পারফর্ম করেছে। মাত্র একবার একটি নাট ঢিলা হয়ে যাওয়ায় ব্রেক কাজ করেনি, তবে সেটা দ্রুত ঠিক করে নিয়েছিলাম। এখন পর্যন্ত আর কোনো সার্ভিসিং লাগেনি।

সার্ভিস -

REVOO টিমের প্রোডাক্ট কোয়ালিটি, সার্ভিস এবং ব্যবহারকারীর সঙ্গে আচরণ সবকিছুতেই আমি বেশ মুগ্ধ। অনেকেই ইলেকট্রিক বাইক সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করে, কিন্তু আমি নিজে চালিয়ে বুঝেছি, ই-বাইককে না চালিয়ে বিচার করা উচিত নয়।

আমি নিজে যদি আরেকটু সামর্থ্যবান হতাম, তাহলে REVOO C32-Y মডেলটি কিনতাম (যার দাম ১,২৯,৯০০ টাকা)। কিন্তু ছাত্র হিসেবে আমার সামর্থ্য অনুযায়ী A10-ই ছিল আমার সেরা পছন্দ ।

আমি সব বাইকারদের বলবো একবার হলেও একটা ইলেকট্রিক বাইক কিনে ব্যবহার করে দেখুন। কম দামে হলেও এটি চালানোর অভিজ্ঞতা আপনাকে নতুন এক জগতে নিয়ে যাবে এবং হয়তো আপনার দৃষ্টিভঙ্গিও বদলে যাবে। ধন্যবাদ । 

লিখেছেনঃ ফয়সাল হাসান গালিব

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

Published by Shuvo Bangla