Shares 2
New Suzuki Gixxer বাইক নিয়ে ৩৮০০ কিলোমিটার মালিকানা রিভিউ - সালমান
Last updated on 15-Jan-2025 , By Shuvo Bangla
আমি সালমান খান । আজ আপনাদের সাথে আমার ব্যবহার করা New Suzuki Gixxer বাইকের মালিকানা রিভিউ শেয়ার করবো । সেই ছোটবেলা থেকেই আমার মোটরসাইকেল অনেক ভালো লাগে এবং মোটরসাইকেল চালানোর অনেক ইচ্ছা।
Also Read: Suzuki Naked Sports Bike Price In Bangladesh
যখন নিজের টাকায় মোটরসাইকেল কেনার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করলাম তখন থেকে খোঁজা শুরু করলাম আমার জন্যে কোন মোটরসাইকেল ভালো হবে । আমার পছন্দের তালিকায় ছিলো ইয়ামাহা এবং সুজুকি ব্র্যান্ড কারন এই ব্রান্ডের মোটরসাইকেলগুলো দেখতে যেমন আর্কষনীয় এদের পারফর্মেন্সও তেমন ভালো। তাই দেরি না করে শোরুম চলে গেলাম বাইক কিনতে যেখানে আমার বাজেটের মধ্যে New Suzuki Gixxer কার্বুরেটর বাইকটি রয়েছে ।
বাইক কেনার পর থেকে এর মধ্যে আমি ৩৮০০ কিলোমিটার চালিয়েছি তাই আজকে বাইকের ভালো মন্দ বিষয়গুলা শেয়ার করবো ।
New Suzuki Gixxer বাইকের ভালো দিক -
- বাইকের লুক্স যা ১০/১০ দিতেই হবে ডিজাইন এককথায় আমার কাছে অসাধারণ লেগেছে ।
- সিটিং পজিশন নিয়ে আমার কোন অভিযোগ নেই যা আমার কাছে ভালো মনে হয়েছে ।
- থ্রটল রেস্পন্স যা আমাকে কোন ঝামেলায় ফেলে না ।
দীর্ঘ সময় বাইক রাইড করা অর্থাৎ হ্যান্ডেল ধরার কারনে সমস্যা হয় তবে আমার কাছে সমস্যা মনে হয় নি এবং এ ছাড়া তেমন কোন সমস্যা খুজে পাইনি , সব মিলিয়ে বাইকটি আমার কাছে ভালো লেগেছে।
Also Read: Suzuki Maxi Scooter Price In Bangladesh
বাইকের পারফর্মেন্স -
পারফর্মেন্স আলহামদুলিল্লাহ ভালো একটানা আমি সারাদিন ১১০ কিলোমিটার রাইড করেছি । বাইকের কোন সমস্যা পাইনি এবং সর্বোচ্চ গতি পেয়েছি ১১৫ কিলোমিটার যার মধ্যে কোন ধরনের ভাইব্রেশন ফিল করিনি । স্মুথলি চলছে সিটির মধ্যে ৪০+ এবং হাইওয়েতে ৪৩+ মাইলেজ পেয়েছি ।
Also Read: Suzuki GSX-R1000 সুপার বাইক এখন বাংলাদেশে
আরও ভালো হতে পারতো যে বিষয়গুলো -
মাইলেজ আর একটু ভালো হতে পারতো মাইলেজ আমার কাছে কম মনে হয়েছে । কাস্টমার সার্ভিস ভালো পায়নি এবং পার্টস এর দাম খুবই বেশি রাইডার হিসবে ব্যায়বহুল যা কর্তিপক্ষের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করছি । আমার রিভিউটি পড়ার জন্য ধন্যবাদ ।
Also Read: 150cc Naked Sports Bikes In Bangladesh
লিখেছেনঃ সালমান খান
T
Published by Shuvo Bangla