Shares 2
Moto 3 এর ItalianGP রেসে CFMOTO এর বিস্ময়কর সাফল্য
Last updated on 17-Jul-2025 , By Raihan Opu Bangla
মোটরসাইকেল রেসিং এর সবচেয়ে বড় আসর মটোজিপি। মটোজিপি এর এন্ট্রি লেভেল রেসিং ক্যাটাগরি হচ্ছে Moto 3। Moto 3 তে রাইডাররা ৩০০ সিসির বাইক নিয়ে নিজেদের দক্ষতা প্রকাশ করেন৷ সম্প্রতি Moto 3 রেসের ইতালীয় আসর অর্থাৎ ItalianGP তে এক বিস্ময়কর সাফল্য অর্জন করেছে CFMOTO।
MOTO 3 চ্যাম্পিয়নশীপ

এই রেসে জয়লাভ করেছেন CFMOTO Aspar Racing Team এর ম্যাক্সিমো কুয়ালিস। আশ্চর্যের বিষয় হচ্ছে, তিনি মাত্র ০.০০৬ সেকেন্ডের ব্যবধানে জয়লাম করেন! তার প্রতিদ্বন্দ্বী ছিলেন Red Bull KTM Ajo Racing এর অ্যালভারো কার্পে। আরো চমকপ্রদ ব্যাপার হচ্ছে ৩য় স্থান অর্জন করেছেন CFMOTO থেকেই ডেনিস ফগিয়া।
Also Read: Bike Price In Bangladesh

দেখা গেছে রেস চলাকালে একদম শেষ টার্নে এই বাজিমাত করেন ম্যাক্সিমো। উভয় প্রতিযোগীর ব্যবহৃত বাইক ছিল CFMOTO RC 250। এই নিয়ে দুই জন বিজয়ীর সম্মিলিত পোডিয়াম সহ Moto 3 চ্যাম্পিয়নশিপে বেশ শক্ত অবস্থানে আছে CFMOTO।
বাইক ও বাইকিং রিলেটেড সকল আপডেটের জন্য বাইকবিডির সাথেই থাকুন।
T
Published by Raihan Opu Bangla