Shares 2

উন্নত ব্রেকিং এর জন্য উন্নতমানের Mobil DOT4 ব্রেক ফ্লুইড নিয়ে এসেছে Mobil Bangladesh

Last updated on 17-Jul-2025 , By Raihan Opu Bangla

বর্তমানে অধিকাংশ বাইকের ব্রেকিং সিস্টেমে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়। ডিস্ক ব্রেকের মেকানিজম যদি আমরা লক্ষ্য করি তবে দেখা যায় বেশ কয়েক ভাগে ব্রেকিং সিস্টেম টি কাজ করে। মাস্টার সিলিন্ডার, ক্যালিপার, ব্রেক প্যাড, ডিস্ক প্লেট, হোস এবং ব্রেক ফ্লুইড।

Mobil DOT 4 - ব্রেক ফ্লুইড

mobil-brake-fluid

ব্রেক ফ্লুইড যত ভালমানের হবে তত ভাল বয়লিং নিশ্চিত হয়ে দ্রুত ব্রেক রেস্পন্স করবে। সাধারণত বাংলাদেশের বাজারে DOT3 টাইপের ব্রেক ফ্লুইডের প্রচলন থাকলেও ব্রেকিং সিস্টেম কে ইম্প্রুভ করার জন্য বিশ্বখ্যাত লুব্রিকেশন ব্র্যান্ড Mobil বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে লেটেস্ট ও সময়োপযোগি DOT4 প্রযুক্তির ব্রেক ফ্লুইড।

Also Read: Engine Oil Price In Bangladesh

এখন সর্বপ্রথম একজন সাধারণ ব্যবহারকারীর মনে প্রশ্ন জাগতে পারে কেন সাধারণ ব্রেক ফ্লুইডের বদলে Mobil DOT 4 ব্রেক ফ্লুইড ব্যবহার করা উত্তম? কারন Mobil Dot 4 ফ্লুইডটি পলিইথিলিন গ্লাইকল ইথার প্রযুক্তিতে তৈরী যা বর্তমান সময়ের বাইকগুলো ছাড়াও যে কোন সেগমেন্টের যে কোন ধরণের ডিস্ক ব্রেক যুক্ত বাইকের জন্য সর্বোচ্চ ব্রেকিং নিশ্চিত করে।

Also Read: Mobil Engine Price In Bangladesh

এই ব্রেক ফ্লুইডটির উচ্চমানের বয়লিং পয়েন্ট থাকায় যে কোন প্রেশারে কনসিস্টেন্ট ও সেফ ব্রেকিং রেসপন্স দিতে সক্ষম। মিনিমাম রাবার কম্পোনেন্ট সেল থাকায় লিকেজ এবং ফ্লুইড লস হওয়ার হার একেবারে নগণ্য করে থাকে।

mobil-dot-4-brake-fluid

এছাড়াও ক্ষয় প্রতিরোধী উপাদান দ্বারা তৈরী হওয়ার ফলে ব্রেকিং সিস্টেমের ক্যালিপার, হোস ও মাস্টার সিলিন্ডারের আয়ু বহুগুণ বাড়িয়ে তোলে এবং সহজে ও দ্রুত এই ব্রেক ফ্লুইড টি পরিবর্তন করার প্রয়োজন হয় না। 

তাই আপনার ব্রেকিং সিস্টেম কে আপগ্রেড করতে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন বিশ্বখ্যাত লুব্রিকেশন ব্র্যান্ড Mobil এর DOT 4 ব্রেক ফ্লুইড। 

Published by Raihan Opu Bangla