Shares 2

Lifan KPR 165R বাইক নিয়ে মালিকানা রিভিউ - নিবিড়

Last updated on 01-Aug-2024 , By Md Kamruzzaman Shuvo

আমি মীর আরশেদুল ইসলাম নিবিড় আপনাদের সাথে আমার Lifan KPR 165R বাইক নিয়ে আমার রাইডিং অভিজ্ঞতা শেয়ার করবো । আমি বিবিএ ১২ সেমিস্টার এর স্টুডেন্ট । আমি ঢাকার জুরাইন এ থাকি। ছোট্ট বেলা থেকেই আমার বাইক নিয়ে আলাদা একটা মায়া কাজ করতো। বাইক নিয়ে আমার বাবার ইচ্ছা বেশি ছিল । কারণ উনি বাইক চালাতে পারতো নাহ তাই উনার ছেলে হিসেবে আমি চালাবো উনি এইটা চাইতেন । 

Lifan KPR 165R বাইক নিয়ে মালিকানা রিভিউ - নিবিড়

Lifan KPR 165R বাইক নিয়ে মালিকানা রিভিউ

বাসায় অনেক বলার পর অবশেষ এ আমাকে একটা স্পোর্টস বাইক কিনে  দিতে রাজি হয় । ইচ্ছা ছিল সিবিয়ার নেয়ার বাট বাজেট ছিলো না । তাই কেপিয়ার নেই কেপিয়ার নেওয়ার আগে বাইক বিডি থেকে এ রিভিউ নিয়ে কেপিয়ার ১৬৫ প্রি বুক করি ।

Also Read: সর্বশেষ স্ট্যান্ডার্ড বাইক নিউজ  

কেপিয়ার আমার এই অল্প বাজেট এর মধ্যে সেরা লাগছিল কারণ এটার লুকিং , স্পিড, মাইলেজ ছিলো অসাধারণ । আমি এটা দিয়ে ১৩৭ স্পিড পেয়েছিলাম যেটা আমার কেপিয়ার এর জন্য হাইয়েস্ট ছিল। আমি সার্ভিস গুলো সব সময় রাসেল ইন্ডাস্ট্রিজ থেকে করিয়েছি।


এছাড়া আমি এক্সট্রা কিছু লাগাইনি শুধুমাত্র কেপি মটো এক্সহস্ট লাগাইছিলাম। যেটা এই বাইক টাকে প্রিমিয়াম লুক এবং স্পোর্টি একটা সাউন্ড দিয়েছিলো। এটা আমি ৪ বছর চালাইছি তেমন কোনো প্রব্লেম ফেস করি নাই কিন্তু একবার কিভাবে জেনো রানিং অবস্থায় আগুন লেগে গেছিলো ,পরে সার্ভিস সেন্টারে নিয়ে যাই তারাও কারন বের করতে পারে নাই পরে তারা খয় ক্ষতির জন্য নতুন কিট লাগিয়ে দিয়েছিলো।


এছাড়া তেমন কোন প্রব্লেম ফেস করি নাই। এই ছিল লিফান কেপিয়ার নিয়ে আমার রাইডিং অভিজ্ঞতা ধন্যবাদ ।

লিখেছেনঃ  মীর আরশেদুল ইসলাম নিবিড়

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।
 

Published by Md Kamruzzaman Shuvo