Shares 2

Lifan KPR 165R EFI ১০,০০০ কিলোমিটার মালিকানা রিভিউ - জুয়েল

Last updated on 29-Jul-2024 , By Shuvo Bangla

আমি মোঃ জুয়েল চৌধুরী । ঢাকা সাভার বসবাস করি । আমি একটি Lifan KPR 165R EFI বাইক ব্যবহার করি । বাইকটি নিয়ে আজ আমি ১০,০০০ কিলোমিটার রাইডিং অভিজ্ঞতা শেয়ার করবো । 

lifan kpr 165 efi

আমার প্রথম বাইক ছিল Bajaj Discover 125 । এর পরে আমি টারো জিপি বাইকটি ব্যবহার করি কিছুদিন পরে লিফান কেপিয়ার বাইকটি ক্রয় করি । বাইক আমার কাছে প্রয়োজন থেকেও বেশি কিছু ।

টারো জিপিতে ইঞ্জিন ছিল লিফান এর NBF1 ইঞ্জিন , তাই NBF2 এর কেপিয়ার কিনতে কোন প্রকার চিন্তা করিনি । বাইকটি ক্রয় করেছিলাম লিফান শোরুম নিউ বাইক সেন্টার থেকে । তখন Lifan KPR 165R EFI বাইকটির বাজার মূল্য ছিল ২,১০০০০ টাকা।


কেপিয়ার বাইকটি টারোর থেকে বেশ হালকা লাগছিল যার কারনে ইঞ্জিন পাওয়ার আমি খুব বেশি ফিল করেছিলাম । 17 HP & 17 NM টর্ক এর পাওয়ার আপনাকে মুগ্ধ করবে । বিশেষ করে এর LED প্রেজেকশন লাইট , থ্রি পার্ট হ্যান্ডেল , লিকুইড কুল ইঞ্জিন , ৬ টি গিয়ার এর কারনে আমার বাইকটি খুব পছন্দের । 

lifan kpr 165 efi bike

এখন পর্যন্ত বাইকটি ৪ বার সার্ভিস করেছি , সবগুলোই লিফান এর মিরপুরের সার্ভিস সেন্টার থেকে । মাইলেজ গড়ে ৪৪-৪৫ পেয়েছি । 10w40 গ্রেডের ফুল সেন্থেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করি । 

কিছু কিছু পার্টস পরিবর্তন করেছি মনোশক হর্নেট এর , চেইন গিয়ার এক্স এর , ফগ A7 , হর্ন পালসার এর , টায়ার টিমসান এর ।

lifan kpr 165 efi price

Lifan KPR 165R EFI বাইকটির কিছু ভালো দিক -

  • ইঞ্জিন পাওয়ার 
  • টর্ক 
  • ব্রেকিং
  • লুকস 
  • রাইডিং কম্ফোর্ট 

Lifan KPR 165R EFI বাইকটির কিছু খারাপ দিক -

  • ইঞ্জিন হিটিং ইস্যু
  • পেছনের ব্রেক কম কাজ করে 
  • স্টক চেইন লুজ হয় 
  • স্টক হর্ন ভালোনা 
  • ফুয়েল ট্যাংক গরম হয়

lifan kpr 165 efi bike pic

Lifan KPR 165R EFI বাইকটি নিয়ে আমি ঢাকা মাওয়া লং রাইড করি । এছাড়া ঢাকা - দিনাজপুর - বগুড়া রাইড করি । আমার মতে বাইকটির কিছু আপগ্রেড করা উচিৎ যেমন ডুয়েল হেডলাইট , ২০ HP এর ৪ ভাল্ব এর ইঞ্জিন চাই । সামনে ১০০ সেকশন এবং পেছনে ১৪০ সেকশন এর টায়ার দরকার । এবিএস ব্রেকিং দরকার । ধন্যবাদ । 

লিখেছেনঃ মোঃ জুয়েল চৌধুরী
 
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

Published by Shuvo Bangla