Shares 2

কিওয়ে নিয়ে এসেছে Keeway Surprise Offer !!!!

Last updated on 11-Aug-2025 , By Saleh Bangla

Keeway বাংলাদেশের মোটরসাইকেলের অন্যতম ব্র্যান্ড। তারা অনেক দিন থেকেই বাংলাদেশের বাইকারদের জন্য ভালো মানের বাইক  নিয়ে আসছে। এছাড়া কমিউটিং সেগমেন্টের অনেক বাইকও রয়েছে তাদের। তারাই প্রথম CBS সহ বাইক বাংলাদেশে নিয়ে এসছে। তবে এখন এই প্রতিযোগীতার বাজারে সবাই যখন তাদের বাইকের দাম কমাচ্ছে সেখানে Keeway Bike তাদের কাস্টমারদের জন্য নিয়ে এসেছে Keeway Surprise Offer ।

Keeway Surprise Offer bd

কিওয়ে’তে বিশাল ছাড় শুধু মাত্র কিওয়ে কাস্টমারদের জন্য প্রযোজ্য হবে। কিওয়ে মোটরসাইকেল কিনে আপনিও জিতে নিতে পারেন অনেক পুরস্কার। KEEWAY মোটরসাইকেল কিনে SMS করুন এবং জিতে নিন আকর্ষনীয় পুরস্কার: ১মপুরস্কার: ১০০% ক্যাশব্যাক অফার - ৫টি মোটরসাইকেল। ২য়পুরস্কার: ঢাকা - ব্যাংকক - ঢাকা - ২০টি এয়ার টিকেট। ৩য়পুরস্কার: মোবাইল সেট - ৫০টি মোবাইল হ্যান্ডসেট। এছাড়াও থাকছে KEEWAY আকর্ষনীয় গিফট হ্যাম্পার।

Keeway Surprise Offer টি পেতে আপনাকে SMS করতে হবে।  SMS করার নিয়মাবলি: আপনার নাম, মোটরসাইকেল ক্রয়ের তারিখ, চ্যাসিস নাম্বারের শেষ ৬ ডিজিট লিখুন এবং পাঠিয়ে দিন ০১৯৯০৪০০৬০০ এই নাম্বারে। (BIPLOB-DD/MM/YY-XXXXXX SEND TO 01990400600)

keeway-surprise-offer
Keeway Surprise Offerশর্তাবলীঃ ১। SMS দাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বিজয়ীদেরকে নির্বাচন করা হবে। ২। অফারের সময়সীমা শেষ হবার পর সকল পুরস্কার বিজয়ীদের নাম Keeway Bangladesh এর অফিসিয়াল পেইজে পাবলিশ করা হবে। ৩। এই সারপ্রাইজ অফার চলাকালীন সময়ে যেকোন নিয়মাবলি “স্পীডোজ লিমিটেড” পরিবর্তন বা পরিবর্ধন করার ক্ষমতা রাখে। ৪। স্পীডোজ লিমিটেড বা এর কোন অঙ্গ প্রতিষ্ঠানের সাথে জড়িত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান এই প্রতিযোগীতায় অংশ গ্রহন করতে পারবেন না। পুরস্কার পাওয়ার পর এইরকম কোন ধরনের সম্পৃক্ততার প্রমান পওয়া পেলে পুরস্কার বাতিল বলে গন্য হবে। ৫। যেকোন Keeway Showroom বা অথরাইজড ডিলার পয়েন্ট থেকে Keeway এর যেকোন মডেলের মোটরসাইকেল কিনে এই অফারে অংশগ্রহন করতে পারবেন।

Keeway Surprise Offer ১লা নভেম্বর ২০১৭ থেকে ৩০শে নভেম্বর ২০১৭ পর্যন্ত বলবৎ থাকবে। যেহেতু এই অফারটি সারা মাস ধরে চলবে তাই সবার জন্য রয়েছে পুরুস্কার। কিওয়ে বাংলাদেশ প্রথমবারে মত এই অফার দিচ্ছে। আর ১০০% পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন আপনিও। এর মানে হচ্ছে আপনি কোন টাকা ছাড়াই একটি মোটরসাইকেলের গর্বিত মালিক হতে পারেন। তাই আর দেরি না করে এখন এই অফারটি নিন। হয়ে যান কিওয়ে মোটরসাইকেলের গর্বিত মালিক।

Published by Saleh Bangla

Latest Bikes

TailG RED RABBIT F52

TailG RED RABBIT F52

Price: 129990

Tailg F72 Leopard

Tailg F72 Leopard

Price: 184990

View all Sports Bikes

Upcoming Bikes

Sunra K3

Sunra K3

Price: 0

KTM RC 250

KTM RC 250

Price: 0

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

View all Upcoming Bikes