Shares 2

নতুন K-Pro ইঞ্জিনসহ খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে Lifan KPT 150!

Last updated on 08-Nov-2023 , By Raihan Opu Bangla

রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে লিফান মোটরসাইকেলের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। বাংলাদেশে লিফান চাইনিজ মোটরদাইকেল ব্র্যান্ড গুলোর মধ্যে জনপ্রিয় ব্র্যান্ড। এডভেঞ্চার ট্যুরিং বাইক লাভারদের জন্য লিফান একটি সারপ্রাইজ নিয়ে আসতে যাচ্ছে। 


Lifan KPT 150!

নতুন K-Pro ইঞ্জিনসহ খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে Lifan KPT 150


সম্প্রতি আমরা রাসেল ইন্ডাস্ট্রিজ এর অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দেখতে পেয়েছি যে, খুব শীঘ্রই তারা Lifan KPT 150 সম্পূর্ন নতুন ইঞ্জিনের সাথে নতুন ভার্সন লঞ্চ করতে যাচ্ছে। তথ্যসূত্র মতে, লিফানের নিজস্ব ফ্যাসিলিটিতে এই ইঞ্জিনটি তৈরি করা হয়েছে। 

এই ইঞ্জিনটি হচ্ছে ৪টি ভাল্ব সহ নতুন ভাবে তৈরি করা হয়েছে। এই ইঞ্জিনটির নাম দেয়া হয়েছে K-Pro।

নতুন এই ভার্সনের বাইকটি বর্তমানে যেই ভার্সন রয়েছে তা চেয়ে অনেক দিক থেকে এগিয়ে রয়েছে। যদিও বর্তমান যেই ভার্সনটি রয়েছে তাতে এফআই এবং এবিএস সংযুক্ত করা হয়েছে। তবে নতুন ভার্সনেটি অনেক বেশি পরিবর্তন করে আনা হচ্ছে। 

তথ্যসূত্র মতে, নতুন ভার্সনের KPT বাইকটি অনেক বেশি এগ্রেসিভ ও ট্রেন্ডি ভাবে তৈরি করা হয়েছে, যা একটি ট্রু এডভেঞ্চার ট্যুরিং বাইকের জন্য প্রযোজ্য। পোস্টার থেকে আমরা দেখতে পারি যে বাইকটির সাথে BMW GS সিরিজের এর সাদৃশ রয়েছে। 

 যদিও বাংলাদেশে এডভেঞ্চার ট্যুরিং বাইক সেভাবে দেখা যায় না। তবে অনেকেই আছেন যারা একটি ট্যুরিং বাইক খুজে থাকেন। তাদের জন্য Lifan KPT 150 একটি ভাল অপশন। 

বর্তমানে যেই ভার্সনটি রয়েছে Lifan KPT 150 Fi ABS যেই ভার্সনটি রয়েছে তার পাওয়া ও টর্ক আগের ভার্সনের মতই রাখা হয়েছে। বর্তমান ইঞ্জিন থেকে 16.8 bhp @ 8000 rpm এবং 14 Nm @ 6500 rpm শক্তি উৎপন্ন করতে সক্ষম। 

কিন্তু যেই ভার্সনটি নতুন লঞ্চ করা হবে সেটি হবে নতুন K-Pro ইঞ্জিন দিয়ে, তাই এর পাওয়া ও টর্ক এক হবে না। ধারণা করা হচ্ছে এই ইঞ্জিনের শক্তি আগের ভার্সন থেকে অনেক বেশি হবে। 

যদিও রাসেল ইন্ডাস্ট্রিজ এখন বাইকটি ও এর স্পেসিফিকেশনের বিষয়ে কোন ধরনের তথ্য প্রকাশ করেনি। আমরা আশা করছি শীঘ্রই বাইকটি বিষয়ে আমরা আরও অনেক তথ্য আপনাদের কাছে তুলে ধরতে পারব। 

বাংলাদেশে লিফান তার জনপ্রিয়তার কারণ হচ্ছে Lifan KPR সিরিজ। বাজেটের ভেতর সেরা স্পোর্টস বাইক। বাইকটি ২০১৫ থেকে বাংলাদেশের রাস্তায় রাজত্ব করে আসছে। তবে নতুন Lifan KPT 150 এর সাথে যুক্ত নতুন K-Pro ইঞ্জিন কাস্টোমারদের জন্য নতুন কিছু নিয়ে আসবে বলেই আমরা ধারণ করছি। 

আমরা আশা করছি দ্রুতই বাইকটি বাংলাদেশে লঞ্চ করা হবে। যারা ট্যুরিং বাইক লাভার রয়েছেন তারা দ্রুত লিফান মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। ধন্যবাদ। 

Published by Raihan Opu Bangla

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

Aima A500

Aima A500

Price: 0.00

Aima A715

Aima A715

Price: 0.00

AIMA Dream Maker

AIMA Dream Maker

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Aima A500

Aima A500

Price: 0.00

Aima A715

Aima A715

Price: 0.00

AIMA Dream Maker

AIMA Dream Maker

Price: 0.00

View all Upcoming Bikes