Shares 2

Honda Hornet 2.0 মেগা ক্যাশব্যাক অফার জানুয়ারি ২০২৬

Last updated on 03-Jan-2026 , By Arif Raihan Opu

বাংলাদেশে সিসি লিমিটেশন বাড়িয়ে দেয়ার পর থেকেই প্রতি মোটরসাইকেল ব্র্যান্ড তাদের উচ্চসিসির মোটরসাইকেল বাংলাদেশে লঞ্চ করেছে। ধারাবাহিকতা ধরে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড তাদের লাইন আপে নিয়ে এসেছে পরিবর্তন। তারা বাংলাদেশে লঞ্চ করেছে Honda Hornet 2.0 এবং গত বছরের সবচেয়ে আলোচিত মডেল Honda NX200।

Honda Hornet 2.0 মেগা ক্যাশব্যাক অফার জানুয়ারি ২০২৬

Honda Hornet 2.0 মেগা ক্যাশব্যাক অফার জানুয়ারি ২০২৬

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) দ্রুততার সাথে মার্কেটে তাদের অবস্থান জানান দিয়ে যাচ্ছে। সেই সাথে ট্রেন্ড অনুযায়ী তারা মোটরসাইকেল মডেল লঞ্চ করে যাচ্ছে। Honda NX200 বাংলাদেশে সবচেয়ে আকর্ষণীয় দামে লঞ্চ করেছে। তাছাড়া ফিচার্স এবং প্রযুক্তিগত দিক থেকেও বাইকটি বেশ এগিয়ে রয়েছে। 

তবে হোন্ডা বাংলাদেশ এই শীত উপলক্ষ্যে তাদের নেকেড কমিউটার স্পোর্টস সেগমেন্টে Honda Hornet 2.0 বাইকটিতে দিচ্ছে দারূণ মেগা ক্যাশব্যাক অফার। এই মেগা ক্যাশব্যাক অফারে হোন্ডা তাদের এই মডেলটিতে দিচ্ছে সর্বোচ্চ ১০,০০০ টাকার ক্যাশব্যাক। 

Honda Hornet 2.0 বাইকটিতে দেয়া হয়েছে ১৮৪.৪ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক, PGM-FI ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ 16.37 Bhp @ 8500 RPM এবং 15.5 NM @ 6000 RPM উৎপন্ন হয়ে থাকে। এতে ইউএসডি, এবিএস, এসিস্ট স্লীপার ক্লাচ, মনোশক, ডিজিটাল স্পিডোমিটার সহ আধুনিক প্রযুক্তি এবং ফিচার্স যুক্ত করা হয়েছে। 

কিন্তু এই মেগা ক্যাশব্যাক অফারটি দেয়া হচ্ছে সীমিত সময়ের জন্য। স্টক থাকা পর্যন্ত এই অফারটি চলবে। তাই আপনার যদি এই মডেলটি পছন্দের হয়ে থাকে তবে হোন্ডার যেকোন শোরুমে গিয়ে বাইকটি ক্রয় করতে পারবেন। 

বাইক এবং বাইকিং সম্পর্কিত সকল তথ্য, আপডেট এবং খবর জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

 

Published by Arif Raihan Opu