Shares 2

GPX Demon GR 165R দুই বছরের ব্যবহার ও ১৭,০০০ কিলোমিটার রাইডিং অভিজ্ঞতা - রানা

Last updated on 03-Aug-2025 , By Shuvo Bangla

GPX Demon GR 165R দুই বছরের রাইডিং অভিজ্ঞতা এক নজরে

আমি আবদুল্লা আকন সামস । আমার বাইকিং যাত্রার একটি স্মরণীয় অধ্যায় হলো GPX Demon GR 165R (Non-ABS, Black Space Color) বাইকটি। গত দুই বছর ধরে আমি এই বাইকটি চালিয়ে আসছি এবং এই সময়ের অভিজ্ঞতা আমার জন্য যেমন রোমাঞ্চকর, তেমনি শিক্ষণীয়ও ছিল।gpx demon gr 165rবাইক কেনার দিন আনন্দ আর অপ্রত্যাশিত এক ঘটনা -

বাইক কেনার দিনটি ছিল আমার জীবনের অন্যতম সেরা মুহূর্তগুলোর একটি। নতুন বাইক হাতে পাওয়ার সেই আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। তবে, সেই দিন আমাদের গ্রুপের এক মেম্বার পথেই একটি মামলার মুখে পড়ে যায় যেটা দিনটিকে কিছুটা বিষণ্ণ করে দেয়। তবুও GPX নিয়ে আমার যাত্রার শুরুটা রোমাঞ্চে ভরপুর ছিল।

Also Read: Motorcycle Price In Bangladesh 

এখন পর্যন্ত চালানো ও সার্ভিস অভিজ্ঞতা -

আমি এখন পর্যন্ত ১৭,৩৫৫ কিলোমিটার বাইকটি চালিয়েছি। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত সার্ভিস এক কথায় অসাধারণ। সিটি রাইডে ৩৮+ কিমি/লিটার এবং হাইওয়েতে ৪৪+ কিমি/লিটার মাইলেজ পাচ্ছি। টপ স্পিড এখন পর্যন্ত ১৫২+ কিমি/ঘণ্টা উঠেছে, যা এই প্রাইজ রেঞ্জের বাইকের জন্য প্রশংসনীয়।gpx demon gr 165rভালো লাগা এবং উন্নতির জায়গা - 

GPX Demon GR 165R এর যেসব দিকগুলো আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে -

  • স্টানিং স্পোর্টি লুকস
  • হাই পারফরম্যান্স ও রেসি টর্ক
  • শক্তিশালী ব্রেকিং সিস্টেম
  • দুর্দান্ত পিকআপ

তবে, উন্নতির জায়গা হিসেবে আমি বলবো বাইকটির হেডলাইট। হাইওয়ে বা লং ট্যুরে রাইড করার সময় হেডলাইটের আলো কিছুটা কম পড়ে। Lumen একটু বাড়ানো গেলে এটি নিঃসন্দেহে পারফেক্ট হয়ে উঠবে।

Also Read: GPX Bike Price in Bangladesh 

লং ট্যুর এবং সিটি রাইডিং অভিজ্ঞতা -

চাকরিজীবী এবং ভ্রমণপ্রেমী হিসেবে আমার সিটি ও লং ট্যুর দুই জায়গায়ই এই বাইকটি অনেক ভালো পারফর্ম করেছে। পাহাড়ি রাস্তায় ওঠানামার সময়ও বাইকটি দুর্দান্তভাবে ব্যালেন্স করে। যদিও স্পোর্টস বাইক হওয়ায় দীর্ঘ সময় রাইড করলে কোমর বা হাতে হালকা ব্যথা অনুভব হতে পারে।gpx demon gr 165r

কেন আমি GPX বেছে নিয়েছিলাম -

সবচেয়ে বড় কারণ দুর্দান্ত লুকস। বাইকটি যেভাবে ডিজাইন করা, তা চোখ ধাঁধানো। আর একই প্রাইজ রেঞ্জে অন্য যেকোনো বাইকের তুলনায় GPX অনেক বেশি ভ্যালু ফর মানি। পারফরম্যান্স ও প্রিমিয়াম ফিলিং দুটোই একসাথে দেয়।

নতুন রাইডারদের জন্য রিকমেন্ডেশন - 

GPX Demon GR 165R আমি মন থেকে রিকমেন্ড করি। যারা একটি স্পোর্টস বাইক খুঁজছেন বাজেটের মধ্যে, তাদের জন্য এটি নিঃসন্দেহে সেরা অপশনগুলোর একটি। যত্ন করে চালালে এটি দীর্ঘদিন ব্যবহারযোগ্য, মাইলেজ ও স্পিড দুটোতেই চমৎকার সাপোর্ট দেয়।

সার্বিক মতামত -

GPX Demon GR 165R শুধুই একটি বাইক না, এটি একটি অনুভব। মধ্যবিত্ত বাইকারদের জন্য যারা স্টাইল, স্পিড ও বাজেট এই তিনটি বিষয় মাথায় রাখেন, তাদের জন্য এটি হতে পারে একটি নিখুঁত পছন্দ। ধন্যবাদ । 

gpx demon gr 165r

লিখেছেনঃ আবদুল্লা আকন সামস

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

Published by Shuvo Bangla