noadd
noadd

Shares 2

ELF ইঞ্জিন ওয়েল বাংলাদেশ - ৯ম ঢাকা বাইক শো ২০২৫

Last updated on 08-May-2025 , By Raihan Opu Bangla

বর্তমানে বাংলাদেশে অনেক নতুন ইঞ্জিন ওয়েল ব্র্যান্ডে আসছে। ৯ম ঢাকা বাইক শো ২০২৫ এ প্রথমবারে মতো বাংলাদেশে লঞ্চ হয়েছে ফরাসি লুব্রিক্যান্ট ব্র্যান্ড ELF। এটি মুলত টোটাল এনার্জিস এর একটি সাব ব্র্যান্ড। 

ELF ইঞ্জিন ওয়েল বাংলাদেশ - ৯ম ঢাকা বাইক শো ২০২৫ 

elf-at-dhaka-bike-show-2025

বাংলাদেশে এশিয়ান পেট্রলিয়াম লিমিটেড হাত ধরে যাত্রা শুরু করেছে ELF ইঞ্জিন ওয়েল ব্র্যান্ড। এই ব্র্যান্ডটি প্রধানত কার, মোটরসাইকেল, রেসিং বাইক, ট্রাক, বাস ও শিল্পযন্ত্রের জন্য ইঞ্জিন অয়েল তৈরি করে থাকে।  

Also Read: ELF Engine Oil Price In Bangladesh

১৯৬৭ সালে এই ব্র্যান্ডটি প্রতিষ্ঠিত হয়। ফ্রান্সে টোটাল এনার্জির হাত ধরে এই ব্র্যান্ডটি যাত্রা শুরু করে। এরপর থেকে ELF বহু বছরে ধরে ফর্মুলা ওয়ান, মটোজিপি সহ বিভিন্ন রেসিং ইভেন্টে অংশ গ্রহণ করেছে। 

Also Read: Engine Oil Price In Bangladesh

ELF ইঞ্জিন অয়েলগুলোতে রয়েছে উন্নত "anti-wear", "engine cleaning", এবং "oxidation stability" প্রযুক্তি, যা ইঞ্জিনকে সুরক্ষা দেয় এবং কর্মক্ষমতা বাড়ায়।

তারা বিভিন্ন ক্যাটাগরিতে ইঞ্জিন অয়েল তৈরি করে যেমন:

  • Mineral oil
  • Semi-synthetic oil
  • Fully synthetic oil

ইএলএফ ইঞ্জিন ওয়েল বাংলাদেশের বাইক, কার এবং ভারী যানবাহনের জন্য অন্যতম জনপ্রিয় ইঞ্জিন ওয়েল হবে বলে আমরা আশা করছি। ধন্যবাদ। 

Published by Raihan Opu Bangla