Shares 2
CODS দিচ্ছে ঈদ উপলক্ষ্যে পণ্যের উপর ২০% ক্যাশব্যাক অফার !
Last updated on 21-Nov-2023 , By Arif Raihan Opu
CODS Clothing Co বাইকবিডির অফিশিয়াল ক্লথিং পার্টনার। CODS রমজান মাস ও ঈদ উপলক্ষ্যে তাদের পণ্যের উপর দিচ্ছে ক্যাশব্যাক অফার।

CODS দিচ্ছে ঈদ উপলক্ষ্যে পণ্যের উপর ২০% ক্যাশব্যাক অফার !
বাংলাদেশের বাইকারদের মাঝে কোডস বেশ জনপ্রিয় একটি ক্লথিং ব্র্যান্ড। কোডস জনপ্রিয় তাদের কাস্টোমাইজ প্রোডাক্টের জন্য। তারা বাইকারদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির পন্য তৈরি করে থাকে।

ঈদ ও রমজান মাস উপলক্ষ্যে কোডস তাদের পণ্য ক্রয়ের উপর দিচ্ছে ২০% ক্যাশব্যাক অফার। এই অফারটি তারা তাদের তৈরি জার্সি, চাবির রিং, টি-শার্ট, উইন্ড ব্রেকারের উপর দিচ্ছে। এই অফারটি চলবে আগামী ২০ এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত।

বাংলাদেশে অনেক কোম্পানি রয়েছে যারা বাইকারদের জন্য বিভিন্ন ধরনের পণ্য তৈরি করে থাকে। তবে কোডস তাদের মধ্যে অন্যতম একটি ব্র্যান্ড যারা বাইকারদের কথা চিন্তা করে তাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির পণ্য তৈরি করে থাকে।
এই সকল পণ্যের ভেতর উল্লেখযোগ্য হচ্ছে জার্সি, ট্রাউজার, জ্যাকেট, টি-শার্ট, চাবির রিং সহ আরও অনেক ধরনের এক্সেসরিজ।
ঈদ ও রমজান মাস উপলক্ষ্যে কোডস তাদের পণ্য ক্রয়ের ক্ষেত্রে বিকাশ পেমেন্ট দিচ্ছে ২০% ক্যাশব্যাক। অর্থাৎ পণ্য ক্রয়ের পর কাস্টোমার যদি বিকাশে পেমেন্ট করে থাকেন তবে তিনি পেমেন্টের ২০% ক্যাশব্যাক পেয়ে যাবেন। ধন্যবাদ।
T
Published by Arif Raihan Opu