Shares 2

Apollo Alpha H1 জিরো ডিগ্রী স্টিল বেল্ট রেডিয়াল টায়ার ফিচার্স রিভিউ

Last updated on 05-Dec-2024 , By Raihan Opu Bangla

টায়ার হচ্ছে একমাত্র কমপোনেন্ট যা বাইকের সাথে রাস্তার সংযোগ স্থাপন করে থাকে। আমরা গতানুগতিক যেসকল টায়ার ব্যবহার করে থাকি সেগুলো সাধারণত বায়াসড অথবা পলি-রেডিয়াল হয়ে থাকে।

Apollo Alpha H1 জিরো ডিগ্রী স্টিল বেল্ট রেডিয়াল টায়ার

apollo tyre price

বিশ্ববিখ্যাত Apollo ব্র্যান্ডের টায়ারটির বাংলাদেশে অফিশিয়াল ডিস্ট্রিবিউটর ইফাদ মটরস লিমিটেড, দীর্ঘদিন ধরে তাদের বাস, ট্রাক ও অন্যান্য গাড়ির টায়ার যেমন বাংলাদেশে বহুল জনপ্রিয়তা লাভ করেছে একই ভাবে মোটরসাইকেলের টায়ারেও Apollo বেশ সাড়া ফেলেছে।

Apollo Alpha H1 টায়ারটিতে সম্পূর্ণ নতুন টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং ইতিমধ্যেই বাইকারদের মধ্যে টায়ারটির বেশ জনপ্রিয়তা লক্ষণীয়। 

Also read: Motorcycle Bike Tyre Brand In Bangladesh

টিউবলেস এই টায়ারটিতে দেওয়া হয়েছে প্রিমিয়াম কম্পাউন্ড এবং হাই সিলিকা। এই প্রিমিয়াম কম্পাউন্ডটির কর্ণার সাইড সফট শোল্ডারের হওয়ার ফলে সর্বোচ্চ ৪০ ডিগ্রি এঙ্গেলে কর্ণারিং এও খুবই বেটার গ্রিপ এবং ট্র্যাকশন নিশ্চিত করে।

টায়ারটির সেন্টার হার্ড কম্পাউন্ডের হওয়া তে টায়ারের দীর্ঘস্থায়িত্ব ও বেটার রাইডিং ফিল নিশ্চিত হয়। এর ভি অরিয়েন্টেড থ্রেড ডিজাইন সুপেরিওর হাইড্রো এভাকুয়েশন নিশ্চিত করে, এর ফলে পানি সহ সব ধরণের রোড কন্ডিশনেই ভাল গ্রিপ পাওয়া সম্ভব। পাশাপাশি এই থ্রেড ইমার্জেন্সি ব্রেকিং এর সময় ব্রেকিং ডিস্টেন্স কমিয়ে আনতেও সহায়তা করে। 

apollo alpha h1 tyre price in bangladesh

টায়ারটির লুক স্টক টায়ার থেকে অনেক বেশি এগ্রেসিভ এবং বালকি ফিল দেয়। লুকের সাথে টায়ারটির পারফর্মেন্স ক্যাপাবিলিটি ও অসাধারণ। জিরো ডিগ্রি স্টিল বেল্টেড রেডিয়াল টেকনলজি হওয়ার কারনে রেকমেন্ডেড টায়ার প্রেশারে এটি সব ধরণের রাস্তায় সর্বোচ্চ রোড কন্ট্যাক্ট বজায় রাখে এবং বাড়তি কনফিডেন্স দেয়। 

টায়ার টি W রেটেড এবং এর দ্বারা বোঝা যায় ২৭০ কি.মি/ঘন্টা স্পিড পর্যন্ত টায়ারটি স্টেবল পারফর্মেন্স দিতে সক্ষম। টায়ারটি থেকে সর্বোচ্চ পারফর্মেন্স আউটপুট পেতে চাইলে টায়ারটিতে আপনার বাইকের ম্যানুয়াল অনুযায়ী রেকোমেন্ডেড টায়ার প্রেশার মেইনটেইন, সঠিক রোলিং সাইডে ইন্সটলেশন এবং ডট অনুযায়ী নজেল পজিশনিং করা আবশ্যক।  

Published by Raihan Opu Bangla