Shares 2

৯ম ঢাকা বাইক শো ২০২৫ - ইউনাইটেড বাইক স্টেশন

Last updated on 08-May-2025 , By Arif Raihan Opu

৯ম ঢাকা বাইক শো ২০২৫ অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে অনেক নতুন বাইক লঞ্চ হয়েছে। সেই সাথে নতুন নতুন অনেক মোটরসাইকেল শো করা হয়েছে। এই ইভেন্টে বাংলাদেশের অন্যতম বড় মোটরসাইকেল আমদানীকারক ইউনাইটেড বাইক স্টেশন অংশ গ্রহণ করেছিল। 

৯ম ঢাকা বাইক শো ২০২৫ - ইউনাইটেড বাইক স্টেশন

united-bike-station-9th-dhaka-bike-show-2025-bikebd

ইউনাইটেড বাইক স্টেশন বাংলাদেশের একটি জনপ্রিয় এবং পরিচিত মোটরসাইকেল আমদানীকারক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত। তারা মুলত ইয়ামাহা, হোন্ডা, সুজুকি সহ নামীদামী ব্র্যান্ডের মোটরসাইকেল আমদানী করে থাকে। 

Also Read: Bike Price In Bangladesh

এছাড়া তারা ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, এবং ভারত থেকে CBU (Completely Built-Up) মোটরসাইকেল আমদানী করে থাকে। তাদের ওয়েবসাইট অনুযায়ী বর্তমানে তাদের কাছে ১২৫সিসি থেকে ১৬৫সিসি পর্যন্ত সকল মডেলের মোটরসাইকেল রয়েছে। 

united-bike-station-9th-dhaka-bike-show-2025

সেই সাথে তারা বাংলাদেশে ইউনিক এবং প্রিমিয়াম মডেল গুলো বাংলাদেশে আমদানী করে থাকে। কালার, মডেল থেকে শুরু করে তাদের কাছে ভিন্টেজ অনেক মডেলের মোটরসাইকেল এবং স্কুটার রয়েছে। 

ইউনাইটেড বাইক স্টেশন এর ঠিকানা হচ্ছে - বান্দাদাকপাড়া হাইওয়ে রোড (রবি কাস্টমার কেয়ারের বিপরীতে), কদমতলী, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০।

Published by Arif Raihan Opu