Shares 2
সেমস গ্লোবাল আয়োজন করতে যাচ্ছে ৯ম ঢাকা বাইক শো ২০২৫
Last updated on 20-Apr-2025 , By Raihan Opu Bangla
সেমস গ্লোবাল প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করতে যাচ্ছে ঢাকা বাইক শো ২০২৫। নবম বারের মত এই শো এর আয়োজন করতে যাচ্ছে সেমস গ্লোবাল।
৯ম ঢাকা বাইক শো ২০২৫

ঢাকাস্থ বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি (আইসিসিবি) এ নবম ঢাকা বাইক শো ২০২৫ আয়োজিত হতে যাচ্ছে। শুধু মাত্র বাইক শো নয়, এই আয়োজনে একই সাথে ১৮তম ঢাকা মোটর শো ২০২৫, ২য় ইলেক্ট্রিক ভেহিকল বাংলাদেশ এক্সপো ২০২৫, ৮ম ঢাকা অটো পার্টস শো ২০২৫, এবং ৭ ঢাকা কর্মারশিয়াল অটোমোটিভ শো ২০২৫ আয়োজিত হতে যাচ্ছে।
প্রতি বছর বাইকাররা এই বাইক শো এর জন্য অপেক্ষা করে থাকেন। এছাড়া পার্টস, অটোমোটিভ, ইলেক্ট্রি যানবাহন, এবং কর্মাশিয়াল যানবাহন নিয়ে যারা কাজ করে থাকেন তারাও এই শো অংশ গ্রহন করছেন। এতে করে অটোমোটিভ ইন্ডাস্ট্রির সব কিছু একই ছাদের নিচে পাওয়া যাবে।

বিশেষ ভাবে বাইকারদের জন্য এটি একটি মিলন মেলায় পরিণত হয়। এই সময় সকল বাইকারের একে অপরের সাথে দেখা হয়, এমনকি তাদের পছন্দের ব্র্যান্ড গুলো এই শো এ অংশ নিয়ে থাকে। তাদের জন্য বিশেষ আয়োজনের ব্যবস্থা থাকে।
এই শো এ নতুন বাইক, ব্র্যান্ড লঞ্চ হয়ে থাকে। আপকামিং নতুন মডেলের মোটরসাইকেল শো করা হয়ে থাকে। এছাড়া মোটরসাইকেল ব্র্যান্ড গুলো তাদের কাস্টোমার এবং দর্শনার্থীদের জন্য বিভিন্ন খেলা এবং কুইজ শো সহ আয়োজন করে থাকে।

আগামী ১ মে থেকে ৩ মে ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকার আইসিসিবি এ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯ম ঢাকা বাইক শো ২০২৫। বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।
T
Published by Raihan Opu Bangla