Shares 2
উইজার্ড শোবিজ আয়োজন করতে যাচ্ছে ৮ম চট্টগ্রাম মোটর ফেস্ট ২০২৫
Last updated on 11-Sep-2025 , By Arif Raihan Opu
বর্তমানে মোটরসাইকেল ব্র্যান্ড বাড়ার সাথে সাথে মোটরসাইকেলের অনেক ইভেন্ট এবং ফেস্টও হয়ে আসছে। প্রতি বছর মোটরসাইকেল নিয়ে ভিন্ন ভিন্ন শো হয়েছে। এবারও তার ব্যতিক্রম নয়। উইজার্ড শোবিজ প্রতি বছরের মত এবারও আয়োজন করতে যাচ্ছে মোটর ফেস্ট।
৮ম চট্টগ্রাম মোটর ফেস্ট - ২০২৫

আগামী ২৩ অক্টোবর ২০২৫ থেকে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত চট্টগ্রামে আয়োজিত হতে যাচ্ছে ৮ম চট্টগ্রাম মোটর ফেস্ট ২০২৫। প্রতিবারের মত এবারও চট্টগ্রামের জি.ই.সি কনভেনশন সেন্টারে অষ্টমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ৮ম চট্টগ্রাম মোটর ফেস্ট ২০২৫।
প্রতি বছরের মত এবারও চট্টগ্রামে মোটর ফেস্ট আয়োজিত হতে যাচ্ছে। যেখানে মোটরসাইকেল ব্র্যান্ড, গাড়ির ব্র্যান্ড থেকে শুরু করে লুব্রিক্যান্ট, এক্সেসরিজ ব্র্যান্ড সহ সকল ব্র্যান্ড উপস্থিত থাকবে বলে আশা করা যাচ্ছে।

এছাড়া বাইকারদের জন্য ছিল স্ট্যান্ট শো, টেস্ট রাইডিং সহ নানা ধরনের আয়োজন ছিল। এবারও তার ব্যতিক্রম হবে না বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে এবারে চট্টগ্রাম মোটর ফেস্ট ২০২৫ আরও বেশি জমজমাট ও আকর্ষণীয় হবে।

T
Published by Arif Raihan Opu