Shares 2

২৯তম ইউএস ট্রেড শো ২০২৪ বাংলাদেশ এ অংশ নিয়েছে মবিল বাংলাদেশ

Last updated on 31-Jul-2024 , By Arif Raihan Opu

বাংলাদেশে আয়োজন করা হয়েছে ২৯ তম ইউএস ট্রেড শো ২০২৪। এই শোতে অনেক নামীদামী ব্র্যান্ড ও কোম্পানি অংশ গ্রহণ করেছে। এতে ইঞ্জিন ওয়েল ব্র্যান্ড মবিল অংশ গ্রহণ করেছে।

২৯তম ইউএস ট্রেড শো ২০২৪

২৯তম ইউএস ট্রেড শো ২০২৪ বাংলাদেশ

পৃথিবী জুড়ে বিখ্যাত ইঞ্জিন ওয়েল ব্র্যান্ড হচ্ছে মবিল। বাংলাদেশেও ইঞ্জিন ওয়েল হিসেবে সুপরিচিত হচ্ছে মবিল। বাইকারদের মাঝে মবিল ইঞ্জিল ওয়েলের জনপ্রিয়তা অনেক বেশি। 

২৯ তম ইউএস ট্রেড শো ২০২৪ এর শো ঢাকার হোটেল ইন্টার কণ্টিনেন্টাল এ শুরু হয়েছে। এই শোতে এক মাত্র ইঞ্জিন ওয়েল কোম্পানি হিসেবে মবিল বাংলাদেশ অংশ গ্রহণ করেছে। 

মবিল বাংলাদেশ

বাংলাদেশে মবিলের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে এমজেএল বাংলাদেশ। বর্তমানে মবিলের সব ধরনের ইঞ্জিন ওয়েল রয়েছে। গাড়ি স্কুটার মোটরসাইকেল বা হেভি ভেহিকলসহ সকল ধরনের ইঞ্জিন ওয়েল রয়েছে। 

মবিল বাংলাদেশ এই শো এ তাদের কাস্টোমারদের জন্য ইঞ্জিন ক্রয় সহ বিভিন্ন আয়োজন রেখেছে। এছাড়া থাকছে গাড়ি স্কুটার সহ সকল ধরনের ইঞ্জিন ওয়েলের সমস্যার সমাধান। 

২৯তম ইউএস ট্রেড শো ২০২৪

কাস্টোমারদের জন্য মবিল শুরু করেছে হোম ডেলিভারি। আপনারা মবিলের ওয়েব সাইট থেকে অথবা এপ থেকে ইঞ্জিন ওয়েল ক্রয় করতে পারবেন। 

এছাড়া ইঞ্জিন ওয়েল, মোটরসাইকেল ব্র্যান্ড, সহ রাইডিং টিপস সম্পর্কে জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

Published by Arif Raihan Opu