Shares 2
বিএইচএল চট্রগ্রামে আয়োজন করতে যাচ্ছে হোন্ডা হর্নেট ২.০ ফান এন্ড রক ফেস্ট চট্টগ্রাম ২০২৫
Last updated on 07-Oct-2025 , By Arif Raihan Opu
বাংলাদেশে মোটরসাইকেল কে সাধারণত হোন্ডা নামেই বেশি পরিচিত। বাংলাদেশে বর্তমানে হোন্ডা তাদের নিজস্ব কারখানাতেই মোটরসাইকেল উৎপাদন করে থাকে। বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) বাইকারদের জন্য সাধ্যের ভেতর মোটরসাইকেল উৎপাদন, বিপনন করে যাচ্ছে।

হোন্ডা হর্নেট ২.০ ফান এন্ড রক ফেস্ট চট্টগ্রাম ২০২৫
হোন্ডা সব সময় ক্রেতার কথা চিন্তা করে তাদের মোটরসাইকেল ডিজাইন করে থাকে। এছাড়া তাদের ইঞ্জিন স্মুথ ও দীর্ঘমেয়াদী হবার কারনে ক্রেতাদের কাছে হোন্ডা অনেক বেশি জনপ্রিয় একটি ব্র্যান্ড।
এবার হোন্ডা তাদের কাস্টমারদের জন্য আয়োজন করতে যাচ্ছে “হোন্ডা হর্নেট ২.০ ফান এন্ড রক ফেস্ট চট্টগ্রাম ২০২৫”। সিসি লিমিটেশন বাড়িয়ে দেয়ার পর হোন্ডা তাদের উচ্চ সিসিতে যুক্ত করেছে Honda Hornet 2.0।

Also Read: Motorcycle Price In Bangladesh
নতুন এই হর্নেট ভার্সনটি আগের চেয়ে অনেক বেশি আধুনিক এবং স্টাইলিশ। এছাড়া প্রযুক্তিগত দিক থেকেও অনেক বেশি এগিয়ে রয়েছে এই সেগমেন্টে।

বাংলাদেশ হোন্ডা চট্টগ্রামে এই আয়োজন বাইকারদের জন্য অন্যতম বড় ইভেন্ট হবে বলে আশা করা যাচ্ছে। তাছাড়া বাইকারদের জন্য এই ইভেন্টে থাকছে ভিন্ন ভিন্ন আয়োজন। আগামী ১১ অক্টোবর ২০২৫ তারিখে চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত হতে যাচ্ছে এই ইভেন্ট।
ইভেন্টে বাইকারদের জন্য অনেক কিছু থাকছে। এছাড়া আকর্ষণীয় গিফট জয়ের সুযোগ রয়েছে।
- ফ্রি বাইক সার্ভিস
- Hornet 2.0 টেস্ট রাইড
- জিমখানা চ্যালেঞ্জ
- ফান গেমস ও এক্সাইটিং গিফটস
- লাইভ গান পরিবেশন করবেন আর্টসেল
হর্নেট ২.০ সম্পর্কে জানতে ও ক্রয়ের জন্য হোন্ডা অথোরাইজড শোরুমে যোগাযোগ করুন। এছাড়া মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য ও খবর জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।
T
Published by Arif Raihan Opu