Shares 2
হোন্ডা সিবিআর১৫০আর মালিকানা রিভিউ - ক্যাসপার রিচার্ড রয়
Last updated on 26-Aug-2025 , By Saleh Bangla
আমি ক্যাসপার রিচার্ড রয়। আমি থাকি মিরপুরে । বাইকের প্রতি আগ্রহ সবসময় ছিলো, কিন্তু পড়াশোনা অবস্থায় বাইক কেনাটা যৌক্তিক মনে করেনি আর পরিবার থেকে টাকা নেয়ার ইচ্ছা ছিলো না। বাইক কিনবো নিজের অর্জিত টাকায় এবং ২০১৫সালের নভেম্বরে ঠিক তাই করলাম। বর্তমানে আমি হোন্ডা সিবিআর১৫০আর (ইন্দো) বাইকটি চালাচ্ছি।
Also Read: Honda CBR 900 RR Fireblade (1995) Price in BD



>> হোন্ডা সিবিআর১৫০আর (ইন্দো) টেস্ট রাইড রিভিউ <<
এখনো পর্যন্ত ইঞ্জিনে কোন প্রকার ভাইব্রেশন পায়নি। বাইকটির ওজন ১৩৫ কেজি এবং তেল ধারণক্ষমতা ১২ লিটার। এটির সামনে ১০০/৮০- ১৭ এবং পিছনে ১৩০/৭০- ১৭ সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে। হোন্ডা সিবিআর১৫০আর - যত্ন প্রথম বাইক হিসাবে ফেজারের এর উপর অনেক অত্যাচার করেছি। তখন বাইকের ক্ষতিগুলো সম্পর্কে আইডিয়া হয়েছিলো, তাই CBR150r (indo) কেনার পর এর প্রতি যত্ন অনেকটা বেশী ছিলো। ২৫০০কিলো পর্যন্ত কখনো বাইকের আরপিএম ৫,০০০ এবং স্পিড ৬০কিমি এর উপর যায়নি। ব্রেক ইন পিরিয়ডে টপস্পিডের চেষ্টাও করিনি। যতটা সম্ভব হয়েছে বাইকটাকে যত্নের সাথে চালিয়েছি। শুরু থেকেই মটুল 7100 10w40 100% সিন্থেটিক ব্যবহার করেছি। প্রতি ২০০০-২২০০কিলো পরপর মবিল চেঞ্জ করেছি। আর এখন মবিল ১ 10w40 ফুল সিন্থেটিক ব্যবহার করছি। হোন্ডা সিবিআর১৫০আর - সার্ভিসিং ১ম বারঃ ২৫০০কিলো, ২য় বারঃ ৭৫০০কিলো, ৩য় বারঃ ১২,৮০০কিলো। এখন পর্যন্ত এয়ার ফিল্টার চেঞ্জ করেছি ২বার, ফ্রন্ট ব্রেক প্যাড ৫বার, প্লাগ ১বার। বিশেষ করে বৃষ্টির কারনে ব্রেক প্যাড চেঞ্জ করতে হয়েছে বেশী।
হোন্ডা সিবিআর১৫০আর - ভ্রমন বাইক নিয়ে বেশ কয়েকবার ঢাকার বাইরে গিয়েছি, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে – কুমিল্লা, ময়মনসিংহ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, শ্রীমঙ্গল এবং নারায়নগঞ্জ। ঢাকা-ময়মনসিংহ রোডে প্রথমবারের মতো টপ স্পিড তুলেছিলাম ১৪৮। হোন্ডা সিবিআর১৫০আর ভালো-মন্দ সত্যি বলতে বাইকের সবকিছুই আমার বেশ ভালো মনে হয়, বিশেষ করে এর কন্ট্রোলিং, এক্সসেলারেশন, এগ্রেসিভ লুক, সিটিং পসচার এবং স্মুদ গিয়ার সিফটিং। খারাপ বলতে গেলে, প্রথমত পিলিয়ন সিট-খুবই আনকম্ফোর্টেবল। পিছনের চাকা আরেকটু মোটা হলে কর্ণারিং-এ এডভান্টেজ পাওয়া যেতো।
আগে মাইলেজ ভালো পেতাম ৪১-৪৫; ইদানিং ৩৬-৩৮ মাইলেজ পাচ্ছি। হেডলাইট এলইডি হলেও আলো কম। বিশেষ করে আরপিএম ১০-এ লকড হওয়ায় কমপ্লিট স্যাটিসফেকশন আসছে না। সর্বশেষে বলতে হয়, হোন্ডা সিবিআর১৫০আর (ইন্দো) আমার চালানো সবচেয়ে কন্ট্রোল্ড বাইক এবং যতদিন হোক না কেনো, এইটা কোনভাবেই বিক্রি করার ইচ্ছা নাই। আমি মুগ্ধ !! লিখেছেনঃ ক্যাসপার রিচার্ড রয়

T
Published by Saleh Bangla