Shares 2

হিরো সার্ভিস ফেস্টিভ্যাল - ফেব্রুয়ারি ২০২২

Last updated on 30-Jul-2024 , By Raihan Opu Bangla

বিশ্বের অন্যতম বড় মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে হিরো মোটরসাইকেল। পুরো বিশ্ব জুড়েই হিরো মোটরসাইকেলের বেশ জনপ্রিয়তা রয়েছে। হিরো সব সময় তাদের কাস্টোমারদের জন্য উন্নত ও প্রযুক্তির দিক থেকে এগিয়ে মোটরসাইকেল তৈরি করে থাকে। বাংলাদেশে হিরো অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড। তারা হিরো কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে “হিরো সার্ভিস ফেস্টিভ্যাল”

হিরো সার্ভিস ফেস্টিভ্যাল

Hero service festival

বর্তমানে হিরো শুধু মাত্র মোটরসাইকেল বিক্রয় করে যাচ্ছে তা নয়, তারা কাস্টোমারদের কাছে সবচেয়ে ভাল সার্ভিস প্রদানের ক্ষেত্রেও প্রতিজ্ঞাবদ্ধ। কারণ হিরো বিশ্বাস করে থাকে যে একটি বাইকের ভাল থাকা নির্ভর করে মেইন্টেনেন্স এর উপর।

আর তাই সার্ভিসের লক্ষ্য পূরণের জন্য হিরো বাংলাদেশে স্থাপন করেছে ৪৭০টিরও বেশি ডিলার পয়েন্ট, সার্ভিস সেন্টার।

বাংলাদেশ হিরো এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে নিলয় মটরস লিমিটেড। “হিরো সার্ভিস ফেস্টিভ্যাল” আয়োজন করেছে হিরো বাংলাদেশ। এই সার্ভিস ফেস্টিভ্যাল চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে ২০২২।

এই ফেস্টিভ্যালে হিরো তাদের সার্ভিসে আসা প্রতিটি বাইকের জন্য যেকোন পার্টস এর ক্ষেত্রে দিচ্ছে ১০% ডিস্কাউন্ট এবং ইঞ্জিন অয়েল এর ক্ষেত্রে দিচ্ছে ৫% ডিস্কাউন্ট।

এছাড়া হিরো তাদের কাস্টোমারদের জন্য নতুন একটি প্যাকেজ অফার নিয়ে আসা হয়েছে। এই প্যাকেজটি হচ্ছে “জয় রাইড”। এই প্যাকেজ এর মধ্যে কাস্টোমার তার এক বছরে পাবেন ৪টি সাভির্সে ৩১% পর্যন্ত ছাড়। এছাড়া ইঞ্জিন ওয়েলের ক্ষেত্রে ৫% এবং স্পেয়ার পার্টস এর ক্ষেত্রে পাবেন ৭% ডিস্কাউন্ট।

Click To See Hero Thriller 160R Full Test Ride Review

অপর দিকে, কাস্টোমার এই ডিস্কাউন্ট ছাড়াও তারা পাবেন সার্ভিস চার্জের উপর ১০% ডিস্কাউন্ট। এই প্যাকেজ এর ভ্যালিডিটি থাকবে প্যাকেজ নেয়ার পরবর্তি এক বছর পর্যন্ত।

গত ১৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখে, নিলয় মটরস লিমিটেড এর চিফ মার্কেটিং অফিসার জনাব আবু আসলাম “হিরো সার্ভিস ফেস্টিভ্যাল” উদ্বোধন করেন। এছাড়া এই অনুষ্ঠানে নিলয় মটরস লিমিটেড এর উর্ধ্বতন কর্মকর্তা ও সম্মানীত অথিতিবৃন্দ।

প্রধান অথিতি তার বক্তব্যে বলেন যে, হিরো বিশ্ব ব্যাপি সার্ভিসের গুরুত্ব দিয়ে থাকে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যতিক্রম নয়। তাই হিরো মোটরসাইকেল ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই “হিরো সার্ভিস ফেস্টিভ্যাল” আয়োজন করা হয়েছে।

আমরা আমাদের সকল সম্মানিত গ্রাহকদের আমন্ত্রণ জানাচ্ছি এই সার্ভিস ফেস্টিভ্যালে অংশ গ্রহন করার। এই সার্ভিস ফেস্ট উপলক্ষ্যে বাইকারদের জন্য রয়েছে স্পেয়ার পার্টস এ ১০% এবং ইঞ্জিন ওয়েলে ৫% ডিস্কাউন্ট। এছাড়া “জয় রাইড” প্যাকেজের মাধ্যমে এক বছরের সার্ভিসের ক্ষেত্রে ৩১% পর্যন্ত খরচ কম হবে। আমরা আশা করছি যে আমাদের গ্রাহকরা এতে অনেক বেশি উপকৃত হবেন।

hero service festival hero bangladesh hero bike price in bd

বাংলাদেশে হিরো তাদের কমিউটার মোটরসাইকেল এর জন্য বেশ জনপ্রিয়। তবে বর্তমানে হিরো বাংলাদেশে নিয়ে এসেছে তাদের অন্যতম নেকেড স্পোর্টস কমিউটার বাইক Hero Thriller 160R। এছাড়া তারা আরও লঞ্চ করেছে Hero Hunk 150R, এতে নতুন ডিজাইন, লুকস সহ অনেক উন্নত ফিচার্স যুক্ত করা হয়েছে।

আমরা আশা করছি যে হিরো এর “হিরো সার্ভিস ফেস্টিভ্যাল” থেকে হিরো বাইক প্রেমীরা অনেক উপকৃত হবেন। আর তারা স্পেয়ার পার্টস এর ক্ষেত্রে ডিস্কাউন্ট ১০% এবং ৫% ইঞ্জিন ওয়েলে ডিস্কাউন্ট পাবেন। ধন্যবাদ।

Published by Raihan Opu Bangla

Latest Bikes

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

ZEEHO AE8 SE

ZEEHO AE8 SE

Price: 0

ZEEHO AE8 MAX

ZEEHO AE8 MAX

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

ZEEHO AE8 SE

ZEEHO AE8 SE

Price: 0

ZEEHO AE8 MAX

ZEEHO AE8 MAX

Price: 0

View all Upcoming Bikes