Shares 2

হিরো মোটরসাইকেল এখন ইবিএল ক্রেডিট কার্ডের মাধ্যমে ২৪ মাসের ০% ইন্টারেস্ট রেটে ক্রয় করা যাবে

Last updated on 20-Aug-2025 , By Arif Raihan Opu

মোটরসাইকেল ক্রয় এখন আগের চেয়ে অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। মোটরসাইকেল ব্র্যান্ড গুলো ভিন্ন ভিন্ন অফার নিয়ে হাজির হয়ে থাকে। এছাড়া সহজ শর্তে কিস্তি সুবিধাও দিয়ে থাকে। এতে করে ক্রেতারা তাদের পছন্দের মোটরসাইকেল ক্রয় করতে পারছেন। বাংলাদেশে সহজ শর্তে কিস্তি সুবিধা দিয়ে আসছে হিরো মোটরসাইকেল বাংলাদেশ

হিরো মোটরসাইকেল ক্রেডিট কার্ড অফার

hero-emi-ebl

হিরো বাংলাদেশ তাদের ক্রেতাদের জন্য সব সময় আলাদা কিছু করে থাকে। তারা তাদের আমার হিরো প্রোগ্রামের মাধ্যমে হিরো মোটরসাইকেল ক্রয় করার সুবিধা দিয়ে আসছে। যেখানে সহজ শর্তে কিস্তি সুবিধার মাধ্যমে ক্রেতারা হিরো মোটরসাইকেল ক্রয় করতে পারেন। 

এখানে সর্বোনিম্ন ডাউনপেমেন্টের মাধ্যমে আপনিও হয়ে যেতে পারেন একটি গর্বিত হিরো মোটরসাইকেল এর মালিক।

এবার হিরো তাদের কিস্তি সুবিধায় নতুনত্ত্ব নিয়ে এসেছে। ইস্টার্ন ব্যাংক এর ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রেতারা হিরো মোটরসাইকেল ক্রয় করতে পারবেন। এছাড়া ক্রেতারা পাবেন ২৪ মাস পর্যন্ত ০ শতাংশ ইন্টারেস্ট রেট সুবিধা।

যার মানে হচ্ছে আপনি ইস্টার্ন ব্যাংক এর ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রয় করলে ২৪ মাস পর্যন্ত কোন ধরনের ইন্টারেস্ট প্রদান করতে হবে না। আর এর সাথে থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার। 

হিরোর এই ক্রেডিট কার্ড এবং ক্যাশব্যাক অফারটি হিরো মোটরসাইকেলের সকল মডেলের জন্য প্রযোজ্য হবে। অফারটি চলবে ৩১ অগাস্ট ২০২৫ পর্যন্ত। বিস্তারিত জানার জন্য হিরো মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। আর আপনার পছন্দের হিরো মোটরসাইকেলটি আজই আপনার করে নিন।

তবে হিরোর এই অফারটি দেশ জুড়ে ছড়িয়ে থাকা ১৮টি নির্দিষ্ট শোরুম দেয়ায় হবে। তাই বিস্তারিত এবং শোরুমের ঠিকানা জানার জন্য হিরো এর হট লাইন নাম্বারে ফোন করুন – 09611566666। 

এছাড়া বাইক ও বাইকিং সম্পর্কিত সকল তথ্য ও আপডেট পেতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

Published by Arif Raihan Opu