Shares 2

হিরো বাংলাদেশ লঞ্চ করেছে নতুন Hero Maestro EDGE XTEC স্কুটার

Last updated on 05-Jan-2025 , By Raihan Opu Bangla

বাংলাদেশে স্কুটার সেগমেন্ট ধীরে ধীরে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। তাই কোম্পানি গুলো তাদের এই স্কুটার সেগমেন্ট কে বেশ গুরুত্বের সাথেই দেখছে এবং নতুন নতুন স্কুটার লঞ্চ হচ্ছে বাংলাদেশে। হিরো মোটরসাইকেল বাংলাদেশ সম্প্রতি লঞ্চ করেছে নতুন Hero Maestro EDGE XTEC

নতুন এই স্কুটারটি ফিচার্স, লুকস, ডিজাইন, স্টাইল, এবং পারফর্মেন্স এর দিক থেকে স্কুটারটি বাংলাদেশের অন্যতম একটি আধুনিক প্রযুক্তি যুক্ত স্কুটার। এই স্কুটারটি সম্পূর্ন নতুন ভাবে আধুনিক প্রযুক্তি সাথে লঞ্চ করা হয়েছে। 

এই স্কুটারটিতে অনেক আধুনিক ফিচার্স যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্কুটারটিতে দেয়া হয়েছে সম্পূর্ন ডিজিটাল স্পিডোমিটার। এই মিটারটিতে স্পিড, ফুয়েল, ট্রিপ সহ অনেক তথ্য দেখা যায়। 

Also Read: Hero Maestro Edge price in BD

হিরো বাংলাদেশ লঞ্চ করেছে নতুন Hero Maestro EDGE XTEC স্কুটার

ফিচার্স – 

  • এলইডি প্রোজেকশন হেডলাইট
  • ফুল ডিজিটাল স্পিডোমিটার
  • ব্লু টুথ কানেকটিভিটি (নেভিগেশন, কল এলার্ট)
  • এরোডায়নামিক ফ্রন্ট ডিজাইন

Maestro EDGE XTEC স্কুটারটি শুধু মাত্র যে স্টাইল এবং ফিচার্স দ্বারা সমৃদ্ধ করা হয়েছে এমন নয়। এই স্কুটারটি একজন রাইডারের সকল ইচ্ছে পূর্নতা প্রদান করতে সক্ষম। স্কুটারটির স্টোরেজ সিস্টেম বেশ উন্নত বলা যায়। 

স্টোরেজ এর দিক থেকে এই স্কুটারটি বর্তমানে বেশ এগিয়ে রয়েছে। এই স্কুটারের স্টোরেজে আপনি চাইলে অতিরিক্ত হেলমেট, প্রয়োজনীয় কাগজপত্র এবং সেই সাথে আপনার ব্যক্তিগত জিনিসপত্র বহন করতে পারবেন। 

এছাড়া ফিচার্সের আরও যুক্ত করা হয়েছে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম, এলইডি টেইল লাইটস, এবং মোবাইল বা ডিভাইস চার্জ করার জন্য দেয়া হয়েছে ইউএসবি পয়েন্ট। যেখানে আপনি সহজের আপনার মোবাইল বা ডিভাইস চার্জ করতে পারবেন। 

অপরদিকে স্কুটারটিতে আরও দেয়া হয়েছে এক্সট্রারনাল ফুয়েল ক্যাপ, যাতে করে রিফুয়েলিং এর জন্য সিট ওপেন করতে না হয়। 

স্কুটারটি বর্তমানে দুটি রং এ পাওয়া যাচ্ছে একটি হচ্ছে ক্যান্ডি ব্লেজিং রেড ম্যাট এবং অপরটি হচ্ছে টেকনো ব্লু ম্যাট। বর্তমানে এই স্কুটারটির দাম হচ্ছে ১,৬৮,৫০০/- টাকা। স্কুটারটি সম্পর্কে জানতে ও ক্রয় করতে হিরো মোটরসাইকেল এর শোরুমে যোগাযোগ করুন। 

আমরা আশা করছি যে এই স্কুটারটি মার্কেটে গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হবে। স্কুটারটির লুকস, স্টাইল, ডিজাইন, ফিচার্স এবং পারফর্মেন্স সব কিছুই বেশ আধুনিক ও প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে রয়েছে। আশা করা যাচ্ছে স্কুটার লাভারদের এই স্কুটারটি বেশ ভালো লাগবে। 

Published by Raihan Opu Bangla

Latest Bikes

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

ZEEHO AE8 SE

ZEEHO AE8 SE

Price: 0

ZEEHO AE8 MAX

ZEEHO AE8 MAX

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

ZEEHO AE8 SE

ZEEHO AE8 SE

Price: 0

ZEEHO AE8 MAX

ZEEHO AE8 MAX

Price: 0

View all Upcoming Bikes