Shares 2

সারা দেশ জুড়ে ডিলার নিয়োগ দিচ্ছে ইয়ামাহা

Last updated on 31-Jul-2024 , By Raihan Opu Bangla

ইয়ামাহা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় প্রিমিয়াম মোটরসাইকেল ব্র্যান্ড। ইয়ামাহা সম্প্রতি বাংলাদেশের ভিন্ন ভিন্ন জায়গাতে তাদের শোরুম দেবার জন্য ডিলার নিয়োগ দিচ্ছে। এতে করে দেশের সকল প্রান্তে ইয়ামাহা প্রেমীরা তাদের ঘরের কাছেই ইয়ামাহার বাইক পেয়ে যাবেন। 

বাংলাদেশে কাস্টোমার সার্ভিস নিয়ে ইয়ামাহা অনেক বেশি এগিয়ে রয়েছে। সেই সুত্র ধরে ইয়ামাহা তাদের কাস্টোমার সার্ভিস দেশের প্রতিটি প্রান্তে পৌছে দেয়ার চেষ্টা করে যাচ্ছে। তাই তারা দেশের বেশ কয়েকটি এলাকায় তাদের নতুন শোরুম ও সার্ভিস সেন্টার দেয়ার উদ্দেশ্যে নতুন ডিলার নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এই সকল এলাকার ভেতর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, লালমনির হাট, বান্দরবন, চাঁদপুরসহ বেশ কয়েকটি উল্লেখযোগ্য এলাকা রয়েছে। যেখানে ইয়ামাহা তাদের নতুন ডিলারশীপ নিয়োগ দেবে বলে আশা করা যাচ্ছে। 

এতে করে ওই এলাকার ইয়ামাহা প্রেমীরা তাদের ঘরের কাছেই ইয়ামাহা এর শোরুম থেকে বাইক ক্রয় করতে পারবেন এবং সেই সাথে মোটরসাইকেল সার্ভিস করতে পারবেন।  বাইক সার্ভিস ও স্পেয়ার্স নিয়ে তখন তাদের আর চিন্তা করতে হবে না।  

ইয়ামাহা এর সকল ডিলার পয়েন্ট বা শোরুম হচ্ছে থ্রি এস সেন্টার। যেখানে আপনি সেলস থেকে শুরু করে সার্ভিস সব কিছুই পাবেন। আলাদা ভাবে আপনাকে স্পেয়ার পার্টস নিয়ে চিন্তা করতে হবে না। এসব কিছু একই জায়গাতে এবং অরিজিনাল পার্টস পাবেন। 

যারা ইয়ামাহা এর ডিলারশীপ নিতে আগ্রহী আছেন তারা দ্রুত যোগাযোগ করুন। আপনাদের স্থান যদি লিস্টে থাকে তবে আপনিও হয়ে যেতে পারেন ইয়ামাহা শোরুমের গর্বিত স্বত্বাধিকারী। ধন্যবাদ। 

Published by Raihan Opu Bangla