Shares 2
রয়্যাল এনফিল্ড হিমালয়ান ইভি এর সফল গবেষণা ও পরীক্ষা সম্পন্ন
Last updated on 23-Oct-2025 , By Badhan Roy
রয়্যাল এনফিল্ড – নামটি শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে পাওয়ারফুল বাইকের এডভেঞ্চার রাইডিং এর সাথে আইকনিক ডুগডুগ এক্সহস্ট নোট। কিন্তু কল্পনা করুন, শব্দহীন একটি রয়্যাল এনফিল্ড দিয়ে এডভেঞ্চার রাইডিং করা সম্ভব- কেমন হবে বিষয়টা?


রয়্যাল এনফিল্ড হিমালয়ান ইভি এর সফল গবেষণা ও পরীক্ষা সম্পন্ন
রয়্যাল এনফিল্ড EICMA 2023 ইভেন্টে সবাইকে চমকে দিয়েছিল তাদের জনপ্রিয় এডভেঞ্চার ট্যুরার হিমালয়ান মডেলের একটি ইলেকট্রিক ভার্সন উপস্থাপন করে। এটি ছিল একটি প্রাথমিক প্রোটোটাইপটি যা খোলা তার, সাধারণ ইলেকট্রনিক অংশ আর ইনকমপ্লিট ডিজাইনসহ অসম্পূর্ণ অবস্থায় প্রদর্শিত হয়। দেখেই স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে এটি এখনও বাণিজ্যিক উৎপাদনের জন্য প্রস্তুত নয়।
ভারতে হিমালয়ান ৪৫০ লঞ্চ হওয়ার পর সবার দৃষ্টি চলে যায় এই ইলেকট্রিক ভার্সনের দিকে। পরে রয়্যাল এনফিল্ড নতুন কিছু ছবি প্রকাশ করে যেখানে বাইকটির সম্পূর্ণ উন্নত সংস্করণ লক্ষ্য যায়। নতুন ইলেকট্রিক হিমালয়ান দেখতে অনেক বেশি আধুনিক ও সুন্দর যেখানে উচ্চমানের সাসপেনশন, ব্রেক ও ভাল বিল্ড কোয়ালিটিতে তৈরি করা হয়েছে। সব ইলেকট্রনিক পার্টগুলো নিখুঁতভাবে বডি কিটের ভেতর রাখা হয়েছে যা বাইকটিকে প্রিমিয়াম লুক দেয়।

Also Read: Royal Enfield Price In Bangladesh
নতুন ইলেক্ট্রিক ভার্সনটি এবার প্রথমবারের মত রাস্তায় চলতে দেখা গিয়েছে। শুধু টেস্ট ড্রাইভ ই নয় বরং রয়্যাল এনফিল্ডের ইঞ্জিনিয়ার ও কর্মকর্তারা এটি হিমালয় অঞ্চলে বিভিন্ন পরীক্ষা ও চালিয়েছেন যেখানে এটি হিমালয়ান ৭৫০ প্রোটোটাইপের সঙ্গে একসাথে টেস্ট করা হয়। বরফ, কাদা ও পাথুরে পথে ইলেক্ট্রিক হিমালয়ান বাইকটির রাইডিং এর ছবি প্রকাশিত হয় যা এর সত্যিকারের অ্যাডভেঞ্চার বাইকের সক্ষমতা কে নির্দেশ করে।

এই এক্সপেরিমেন্ট গুলো দেখে অনেকেই ভেবেছিলেন শিগগিরই হয়তো ইলেকট্রিক হিমালয়ান বাজারে আসতে চলেছে কারন রয়্যাল এনফিল্ড ইতিমধ্যে তাদের ছোট ইলেকট্রিক সিরিজ ফ্লাইং ফ্লি (Flying Flea) উন্মোচন করেছে। কিন্তু রয়্যাল এনফিল্ডের ইলেকট্রিক বিভাগের প্রধান মারিও আলভিসি (Mario Alvisi) আন্তর্জাতিক মোটরসাইকেল ব্লগ ভাইজর ডাউন ডটকম কে জানিয়েছেন এই ইলেকট্রিক হিমালয়ানটি বাণিজ্যিকভাবে বিক্রির জন্য উৎপাদিত নয়। এটি তৈরি করা হয়েছে কেবলমাত্র নতুন ইলেকট্রিক প্রযুক্তির পরীক্ষানিরিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে। তাঁর ভাষায়, “আমরা এই প্রকল্পটি শুরু করেছি কোনো বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়াই।”
Also Read: Motorcycle Price In Bangladesh
মারিওর মতে হিমালয় অঞ্চল রয়্যাল এনফিল্ডের আধ্যাত্মিক কেন্দ্র তাই এই অঞ্চলে এডভেঞ্চার ট্যুরার বাইকগুলো টেস্ট করা সবচেয়ে উপযুক্ত। কোম্পানিটি সেখানে টেকসই অভিযাত্রা ও পরিবেশবান্ধব ট্যুরিজম উন্নয়নের কাজও করছে যার অংশ হিসেবে ইলেক্ট্রিক ভেহিকল গুলোর জন্য চার্জিং স্টেশন বসানোর পরিকল্পনাও রয়েছে। হিমালয়ের কঠিন পরিবেশে পরীক্ষা করে দেখা যায় ঠান্ডা, গরম, ধুলো, কাদা ও উচ্চতার মধ্যে ব্যাটারি ও ইলেকট্রনিক সিস্টেম কীভাবে কাজ করে। এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন সাবেক বিখ্যাত MotoGP ও World Superbike রেসার কার্লোস চেকা।
যদিও অনেক বাইক এন্থুজিয়াস্ট রা হতাশ হবেন যে ইলেক্ট্রিক হিমালয়ান মডেল টির বাণিজ্যিক উৎপাদন হচ্ছে না তবুও এই উদ্যোগ প্রমাণ করে যে রয়্যাল এনফিল্ড ইলেকট্রিক মোটরসাইকেল উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। ধীরে ধীরে ইঞ্জিনচালিত বাইক থেকে ইলেকট্রিক বাইক উৎপাদন তাদের RND এর সক্ষমতার প্রতিক হিসেবে অন্যান্য কোম্পানীদের ও অনুপ্রেরণা যোগাবে।
বাইক বিষয়ক দেশি ও বিদেশি সকল তথ্যের জন্য বাইকবিডির সাথেই থাকুন।
T
Published by Badhan Roy