Shares 2
রোডমাস্টার স্বাধীনতা অফার মার্চ ২০২০ – ৩৩,০০০/- টাকা পর্যন্ত ডিস্কাউন্ট!
Last updated on 31-Jul-2024 , By Ashik Mahmud Bangla
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল কোম্পানি হচ্ছে রোডমাস্টার । তারা নিয়েছে এসেছে এই স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক দারুন অফার । এটি হচ্ছে "রোডমাস্টার স্বাধীনতা অফার মার্চ ২০২০" । এই অফারে থাকছে ৩৩,০০০/- টাকা পর্যন্ত ডিস্কাউন্ট ।
রোডমাস্টার স্বাধীনতা অফার – মার্চ ২০২০
মার্চ মাসটি আমাদের জন্য একটা স্পেশাল মাস বলেই ধরা যায় । কারণ এই মাসেই অনেক কোম্পানি তাদের বিভিন্ন অফার নিয়ে বাইকারদের সামনে হাজির হয় । রোডমাস্টার একটি বাংলাদেশী মোটরসাইকেল কোম্পানি, যাদের বেশির ভাগ বাইক এন্ট্রি-লেভেল মোটরসাইকেল । রোডমাস্টার প্রাইম বর্তমানে এখনও বাংলাদেশের অন্যতম কম দামী বাইক হিসেবে পরিচিত । রোডমাস্টার ঘোষণা করেছে ''রোডমাস্টার স্বাধীনতা অফার ২০২০'', এই অফারে তারা তাদের মোটরসাইকেলে দিচ্ছে ৩৩,০০০/- টাকা ডিস্কাউন্ট অফার । এই অফারটি পুরো মার্চ মাস জুড়ে চলবে, আর অফারটি বাংলাদেশে রোডমাস্টারের সকল শো-রুম থেকে উপভোগ করা যাবে ।
Bike Model | Previous Price (BDT) | Discount (BDT) | Offer Price (BDT) |
---|---|---|---|
Rapido 150 | 168,900 | 33,000 | 135,900 |
Velocity 125 | 122,900 | 15,000 | 107,900 |
Velocity 100 | 104,900 | 10,000 | 94,900 |
Rapido 165 | 184900 | . | 184,900 |
বাংলাদেশে সিবিএস সংযুক্ত মোটরসাইকেল গুলোর মধ্যে রোডমাস্টার র্যাপিডো হচ্ছে প্রথম দিকের সিবিএস (কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম) যুক্ত মোটরসাইকেল । আমরা এই বাইকটি ইতিমধ্যে টেস্ট রাইড করেছি এবং আমাদের ওয়েব সাইটে পাবলিশ করেছি, রিভিউটি পড়তে এখানে ক্লিক করুন, সেই সাথে ইউটিউব এ একটি ভিডিও রিভিউ প্রকাশ করেছি ।
Roadmaster Rapido Test Ride Review By Team BikeBD
রোডমাস্টার সম্প্রতি বাংলাদেশে লঞ্চ করেছে র্যাপিডো এর ১৬৫সিসি ভার্সন রোডমাস্টার র্যাপিডো ১৬৫। বাইকটি ১৫০সিসি নেকেড স্পোর্টস র্যাপিডো থেকে সম্পূর্ন আলাদা । ১৬৫ ভার্সনটিতে দেয়া হয়েছে সম্পূর্ন নতুন চেসিস, ইঞ্জিন এবং পুরো বডি কিট । এই স্পোর্টস বাইকটি ডিজাইন করা হয়েছে ১৬০/১৫০ স্পোর্টস সেগমেন্টে প্রতিযোগীদের উদ্দেশ্য করে ।
এছাড়া রোডমাস্টার সম্প্রতি আরও একটি বাইক লঞ্চ করেছে সেটি হচ্ছে ভ্যালোসিটি ১২৫। রোডমাস্টার ভ্যালোসিটি ১০০ এখনও কমিউটার সেগমেন্টে অনেক জনপ্রিয় । এখন রোডমাস্টার এই বাইকটির নতুন ভার্সন লঞ্চ করেছে নতুন ইঞ্জিন সহ । এই স্বাধীনতা অফারে রোডমাস্টার ভ্যালোসিটিতে পাচ্ছেন ১৫,০০০/- টাকা ডিস্কাউন্ট এবং বর্তমানে ডিস্কাউন্ট এর পর বাইকটি মুল্য হচ্ছে ১০৭,৯০০/- টাকা । রোডমাস্টারের একটি আলাদা কাস্টোমার বেস রয়েছে । তারা কম দামের মধ্যে বেস্ট কোয়ালিটি দেয়ার চেষ্টা করে যাচ্ছে । এই ''রোডমাস্টার স্বাধীনতা অফার ২০২০'' অনেক বাইকারকে আগ্রহী করবে রোডমাস্টারের বাইক কিনতে । ধন্যবাদ ।
T
Published by Ashik Mahmud Bangla