Shares 2

রিক্সার চাকার লোহা থেকে নিজের পা নিরাপদ রাখার উপায়

Last updated on 28-Jul-2024 , By Ashik Mahmud Bangla

রিক্সার চাকার লোহা যেটি রিক্সার পেছনের দুই চাকার সাথে থাকে , এই দুটি অংশ বাইকারদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ সেটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি। বাইক ব্যবহার করে এমন অধিকাংশ মানুষ কিন্তু ওই লোহার থেকে জীবনে একবার হলেও কিছুটা আঘাত পেয়েছেন। আবার অনেকেই আছেন যারা ওই লোহার আঘাতে অনেকবার আহতও হয়েছেন। আজ আমি আপনারদের এমন কিছু উপায় বলে দিবো যেগুলো মেনে চললে আপনি রিক্সার চাকার 

লোহা থেকে নিজের পা অনেকটাই নিরাপদে রাখতে পারবেন।


রিক্সার চাকার লোহা থেকে নিজের পা নিরাপদ রাখার উপায়

আপনি যদি কিছু জিনিস মেনে চলেন আর কিছুটা সতর্ক থাকেন তাহলেই আপনি নিজের পা নিরাপদে রাখতে পারবেন।


১- রিক্সার চাকার লোহা থেকে নিজের পা নিরাপদে রাখার সবচেয়ে উত্তম উপায় হচ্ছে বাইক চালানোর সময় হাই বুট ব্যবহার করা। আপনি যদি সিটি রাইড এবং হাইওয়ে রাইড উভয় সময়ে হাই বুট ব্যবহার করেন তাহলে আশাকরা যায় রিক্সার  চাকার ওই লোহা থেকে আপনার পা নিরাপদ থাকবে।ভালোমানের রাইডিং বুটের বর্তমান দাম জানতে এই লিংকে প্রবেশ করুন।



রিক্সার চাকার লোহা থেকে নিজের পা নিরাপদ রাখার উপায়


২- সব সময় রিক্সার পাশ দিয়ে যাওয়ার সময় নিরাপদ দূরত্ব রেখে রিক্সা অতিক্রম করুন। রিক্সা ওভারটেক করার সময় মাথার মধ্যে এই চিন্তা রেখেই ওভারটেক করবেন যে রিক্সাওয়ালারা যেকোন সময় যেকোন দিকে কিন্তু ঘুরিয়ে দিতে পারে। তাই সর্বোচ্চ সতর্ক থাকুন।


৩- রিক্সার পাশ দিয়ে যাওয়ার সময় অবশ্যই আগে থেকে বাইকের হর্ন ব্যবহার করুন। যাতে সে বুঝতে পারে তার আশেপাশে মোটরসাইকেল আছে।



৪- স্যান্ডেল পরে বাইক রাইড করা থেকে বিরত থাকুন। বিপদ কিন্তু কখনো বলে আসে না, আর আপনি যদি স্যান্ডেল পরা অবস্থায় রিক্সার ওই লোহার সাথে দূর্ঘটনার সম্মুখীন হন তাহলে কিন্তু আপনার পায়ে অনেক আঘাত লাগতে পারে। আজ থেকে স্যান্ডেল পরে বাইক রাইড করা থেকে বিরত থাকুন।


৫- জ্যামের মধ্যে যখন রিক্সার পাশে বসে থাকবেন তখন নিজের পা যেনো ওই লোহা থেকে নিরাপদ দূরত্বে থাকে সেই বিষয়টা নিজে আগে নিশ্চিত করুন। কারন অনেক সময় দেখা যায় ওই লোহার পাশে পা রেখেই আমরা জ্যামের মধ্যে বসে আছি।


৬- শহরে বাইক চালানোর সময় চেষ্টা করুন মোটা টাইপের জিন্সের ফুল প্যান্ট ব্যবহার করতে। কারন আমরা সবাই জানি ভালো একটা জিন্সের প্যান্ট কিন্তু ছোট ছোট কাটা ছেড়া থেকে আমাদের পা অনেকটাই সেফ করতে পারে।


আপনি যদি মোটামুটি এই জিনিসগুলো খেয়াল রাখেন তাহলে আপনি রিক্সার চাকার লোহা থেকে নিজের পা অনেকটাই নিরাপদ রাখতে পারবেন।

Published by Ashik Mahmud Bangla