Shares 2

রাইড শেয়ারিং করতে লাগবে ৯৯৯ সম্বলিত স্টিকার | বাইকবিডি

Last updated on 05-Jan-2025 , By Ashik Mahmud Bangla

নতুন সড়ক পরিবহন আইন ২০১৮ টি গত ১লা নভেম্বর, ২০১৯ থেকে কার্যকর করা হয়েছে। জাতীয় সংসদে পাস হওয়ার পর গত বছরের ৮ অক্টোবর, ২০১৮ এ সড়ক পরিবহন আইন ২০১৮ এর গেজেট প্রকাশ হয়। নতুন আইনটি আগের থেকে অনেক বেশি কঠোর, আপনি যদি ব্যক্তিগত বাইক দিয়ে রাইড শেয়ারিং করে থাকেন, তাহলে আপনাকে এখন বেশ কিছু নীতিমালা মেনে রাইড শেয়ার করতে হবে।রাইড শেয়ারিং

রাইড শেয়ারিং এর নতুন নিয়মাবলী সম্পর্কে জেনে নেয়া যাক: 

১- রাইড শেয়ারিং সার্ভিসে যে সকল মোটরযান ব্যবহার করা হবে তাতে ৯৯৯ ব্যবহারের নির্দেশিকা যুক্ত স্টিকার থাকতে হবে, এবং সেটি অবশ্যই এমন জায়গায় থাকতে হবে যেটি দৃশ্যমান। 

২- মোটরযানের মালিককে "রাইডশেয়ারিং মোটরযান এনলিস্টমেন্ট সার্টিফিকেট" গ্রহণ করতে হবে। 

৩- রাইড শেয়ারিং সার্ভিসে ব্যবহার করা মোটরযানগুলোর সকল ডকুমেন্টস আপডেট থাকতে হবে। 

৪- রাইড শেয়ারিং প্রতিষ্ঠান, মোটরযানের মালিক এবং চালকের মধ্যে সমোঝোতার চুক্তি থাকতে হবে। যেখানে সকল পক্ষের অধিকার এবং দায়িত্বের কথা উল্লেখ থাকতে হবে। মোটরযান মালিক এবং সেবাদানকারী প্রতিষ্ঠান এক মাসের অগ্রিম লিখিত নোটিশের মাধুমে চুক্তিটি বাতিল করতে পারবেন। 

৫- আমরা রাস্তায় বের হলে ইদানিং দেখতে পায় বিভিন্ন জায়গায় মোটরসাইকেল চালকেরা জটলা করে দাঁড়িয়ে আছে এবং আপনাকে ডাকাডাকি করছে। এই কাজটি রাইডশেয়ারিং নীতিমালার বিরুদ্ধে। নির্ধারিত স্থান অথবা অনুমোদিত পার্কিং ব্যতিত যেখান সেখান থেকে যাত্রি নেয়ার জন্য দাঁড়ানো যাবে না। আপনি যদি যাত্রি নিতে চান তাহলে আপনাকে অবশ্যই চলমান অবস্থায় থাকতে হবে। 

৬- একজন মোটরযান মালিক কেবলমাত্র একটি যান রাইড শেয়ারিং এ ব্যবহার করতে পারবে। 

Also Read: আইনি বৈধতা দিল সরকার, মুভ সহ অন্যান্য রাইড শেয়ারিং এপ

৭- ব্যক্তিগত মোটরযানের রেজিস্ট্রেশন গ্রহনের পর কমপক্ষে এক বছর পার না হলে সে মোটরযানটি রাইড শেয়ারিং এ দিতে পারবে না। 

৮- রাইডশেয়ারিং চালকের অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। লার্নার কার্ড দিয়ে আপনি সড়কে বাইক রাইড করতে পারবেন না। যদি কোন প্রতিষ্ঠান আপনাকে রাইড শেয়ার এর অনুমতি দিয়েও দেয় তাহলে রাস্তায় বের হলে আপনি বড় ধরনের জরিমানার সম্মুখীন হবেন। 

Also Read: এপ বন্ধ করে চুক্তিতেও চলছেন চালকেরা - বঞ্চিত হচ্ছে কোম্পানি

৯- রাইডশেয়ারিং এর চালকদের অবশ্যই এপসে লগ ইন এবং লগ আউট করার ক্ষমতা থাকতে হবে, এর মানে হলো চালককে মোবাইল বিষয়ক বেসিক ধারনা থাকতে হবে। আমরা সবাই জানি নতুন সড়ক পরিবহন আইন ২০১৮ আগের থেকে অনেক বেশি কঠোর এবং জরিমানার পরিমান অনেক। তাই যারা মোটরসাইকেল দিয়ে প্রতিনিয়ত রাইড শেয়ার করেন তার অবশ্যই নিয়মগুলো মেনে চলুন। নাহলে আপনাকে আইনগত সমস্যার সম্মুখীন হতে হবে।

Published by Ashik Mahmud Bangla

Latest Bikes

Honda Grom 2019

Honda Grom 2019

Price: 0

Honda Grom 50

Honda Grom 50

Price: 0

Honda Gyro

Honda Gyro

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

Sunra K3

Sunra K3

Price: 0

KTM RC 250

KTM RC 250

Price: 0

ZEEHO AE6

ZEEHO AE6

Price: 0

View all Upcoming Bikes