Shares 2
মোটর সাইকেল লাইসেন্স ফি অর্ধেক হচ্ছে
Last updated on 31-Dec-2024 , By Shuvo Bangla
মোটর সাইকেল আরোহীদের সুবিধার কথা চিন্তা করে লাইসেন্স পাওয়া সহজ করার চিন্তাভাবনা করছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। কাগজপত্র ছাড়া কোন মোটরসাইকেলই আর রাস্তায় না থাকে সেজন্য মোটরসাইকেলের লাইসেন্স ফি ২৫ হাজার টাকা থেকে কমিয়ে ১০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

একই সঙ্গে গাড়ি কেনার আগেই লাইসেন্স প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করার ওপর জোর দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বুধবার জাতীয় সংসদ ভবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে এসব প্রস্তাব করা হয়।

বৈঠক শেষে নাজমুল হক প্রধান বলেন, বর্তমানে দেশে লাইসেন্সবিহীন হাজার হাজার মোটরসাইকেল রয়েছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে। এজন্য তিনি লাইসেন্স প্রাপ্তির জটিলতাকেই দায়ী করেন।
Also Read: সারা দেশে চলতে পারবেনা লাইসেন্সবিহীন কোনো মোটরসাইকেল

তিনি বলেন, লাইসেন্স ফি’র জন্য যে হারে টাকা নেওয়া হয় তাতে অনেকেই লাইসেন্স না করে ভুয়া কাগজপত্র দেখিয়ে সরকারকে ফাঁকি দিচ্ছেন। এ জন্য বিষয়টি গুরুত্বে সাথে নিয়ে লাইসেন্স ফি অর্ধেক করা প্রস্তাব করা হয়েছে। সাথে গাড়ি কেনার আগে লাইসেন্স প্রাপ্তি নিশ্চিত করার কথা বলা হয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের, এ.কে.এম.এ আউয়াল(সাইদুর রহমান), রেজওয়ান আহম্মদ তৌফিক, নুরুজ্জামান আহমেদ, নাজমুল হক প্রধান, মো. মনিরুল ইসলাম, লুৎফুন নেছা প্রমুখ।
T
Published by Shuvo Bangla