Shares 2

বাইকের নাম্বার প্লেট আসল নাকি ভুয়া? অনলাইনে চেক করুন । BRTA

Last updated on 28-Jul-2024 , By Raihan Opu Bangla

আমরা যারা সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করে থাকি তাদের অনেকের মনে বাইকের নাম্বার প্লেট আসল নাকি ভুয়া এটা নিয়ে একটা চিন্তা থেকে যায়। আমাদের মধ্যে অনেকেই বাইকের নাম্বার প্লেট  সঠিক কিনা সেটা চেক করার উপায় জানি না। কিন্তু এখন আপনি চাইলে অনলাইনে ঘরে বসে বাইকের নাম্বার প্লেট আসল নাকি ভুয়া সেটা জেনে নিতে পারবেন। কিন্তু তার জন্য আপনাকে সব নিয়ম সঠিকভাবে অনুসরণ করতে হবে। যদি আপনার লেখায় ছোট্ট কোন ভুল থাকে তাহলে আপনার কাজটি সফল হবে না।

বাইকের নাম্বার প্লেট আসল নাকি ভুয়া?

সবার প্রথমে https://www.ipaybrta.cnsbd.com/ সাইটে প্রবেশ করুন।বাইকের নাম্বার প্লেট আসল নাকি ভুয়াসাইটে প্রবেশ করার পর Create Account অপশনে ক্লিক করুন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন। তারপর Registered Vehicle Payment অপশনে প্রবেশ করুন।বাইকের নাম্বার প্লেট

প্রবেশ করার পর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে।বাইকের নম্বর চেক করুন

এই ধাপে এসে আপনাকে সঠিক নিয়মে বাইকের রেজিস্ট্রেশন নম্বর এবং আপনার বাইকের চেসিস নম্বরের লাস্ট চার ডিজিট দিতে হবে। যদি সব কিছু সঠিক থাকে তাহলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে গিয়ে আপনি আপনার বাইকের রেজিস্ট্রেশন নম্বর, চেসিস নম্বর , ট্যাক্স টোকেনের মেয়াদ ইত্যাদি তথ্য দেখতে পাবেন।

কিন্তু যদি নেটে সমস্যা থাকে অথবা বাইকে কোন সমস্যা থাকে তাহলে আপনাকে নেক্সট পেজে প্রবেশ করতে দেয়া হবে না।অনলাইন রেজিস্ট্রেশনএভাবে আপনি চাইলে খুব সহজে বাইকের নাম্বার প্লেট আসল নাকি ভুয়া সেটি চেক করে নিতে পারবেন। এতে আপনার সময় ও কম লাগবে এবং আপনার কষ্টও কম হবে।

Published by Raihan Opu Bangla