Shares 2
বাইকবিডির নতুন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ফ্ল্যামিংগো বাংলাদেশ
Last updated on 01-Jan-2025 , By Arif Raihan Opu
বাইকবিডির নতুন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে Flamingo Bangladesh। সম্প্রতি এক দ্বিপাক্ষী চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাইকবিডি এবং ফ্ল্যামিংগো একত্রে পার্টনারশিপে যুক্ত হয়েছে।
Flamingo Bangladesh এবং BikeBD

ফ্ল্যামিংগো বাংলাদেশ মোটরসাইকেল কেয়ার পন্য নিয়ে কাজ করে থাকে। সাধারণ বাইকের সৌন্দর্য বর্ধন থেকে শুরু করে মোটরসাইকেল এক্সেসরিজ কেয়ার পণ্য বাজারজাত করে থাকে ফ্ল্যামিংগো বাংলাদেশ।
Also Read: FLAMINGO TOWELS 3PCS Price In BD
বাইকবিডি বাংলাদেশের অন্যতম বড় মোটরসাইলেক ওয়েবসাইট। বাইকবিডি একাধারে বাইকার এবং কোম্পানি গুলোর মধ্যে এক সেতু বন্ধন তৈরি করেছে। তারা সাম্প্রতিক খবর, মোটরসাইকেলের ব্র্যান্ড, দাম সহ মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য প্রদান করে থাকে। এর পাশাপাশি বাইকারদের নিয়ে নানা ধরনের ইভেন্ট ও প্রোগ্রামে মিডিয়া পার্টনার হিসেবে কার্যক্রম পরিচালনা করে থাকে বাইকবিডি।
এই দুই কোম্পানি একত্রে বাইকারদের জন্য নতুন কিছু নিয়ে আসবে বলে আমরা আশা করছি। ফ্ল্যামিংগো বাংলাদেশ এবং বাইকবিডি একত্রে বাইকারদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেই আমরা আশা রাখছি।
T
Published by Arif Raihan Opu
