Shares 2

বাইকবিডির নতুন পার্টনার হিসেবে যাত্রা শুরু করল ডিফেন্স কনসোর্টিয়াম (ডিসিএস)

Last updated on 28-Jun-2025 , By Raihan Opu Bangla

বাইকবিডির সাথে নতুন চুক্তিতে যুক্ত হল ডিসিএস। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল এক্সেসরিজ, লাইফস্টাইল এবং গিয়ার্স ব্র্যান্ড হচ্ছে ডিসিএস। বাইকবিডি এর নতুন পার্টনার হিসেব ডিসিএস তাদের যাত্রা শুরু করেছে। 

বাইকবিডির নতুন পার্টনার ডিফেন্স কনসোর্টিয়াম (ডিসিএস)

dcs-bikebd-mou

ডিসিএস হচ্ছে ডিফেন্স কনসোর্টিয়াম, যারা বাইকার্সদের জন্য বিশেষ ভাবে ডিস্ক লক, রেইনকোট, উইন্ডব্রেকার সহ গিয়ার্স তৈরি করে থাকে। অপর দিকে বাইকবিডি বাংলাদেশের অন্যতম বড় প্ল্যাটফর্ম যেখানে বাইক এবং বাইকিং রিলেটেড সকল কিছুর তথ্য এবং সব ধরনের খবরা-খবর বাইকারদের জন্য প্রচার করে থাকে। 

এছাড়া বাইকবিডি বাইকারদের জন্য সামাজিক সচেতনতামুলক কর্মকান্ডেও অংশ আয়োজন করেছে এবং অংশ নিয়েছে। আবার ডিসিএস বাইকারদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির পন্য বাংলাদেশে বাইকারদের জন্য তৈরি এবং বিপনন করে থাকে। 

Also Read: DCS Jacket Price In Bangladesh

বাইকবিডি এবং ডিসিএস একত্রে সমোঝতা চুক্তি স্বাক্ষর করে আগামী এক বছরের জন্য। দু পক্ষ আগামী এক বছরের বাইকারদের জন্য নতুন কিছু নিয়ে হাজির হবে বলে এমনটাই আশা করা যাচ্ছে। 

Also Read: DCS Raincoat Price In Bangladesh

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইকবিডির চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা জনাব শুভ্র সেন এবং ডিসিএস এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব মাহিদুল হক চৌধুরী, হেড অফ বিজনেসম ডিসিএস মোটোস্পোর্টস এলএলসি। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাইকবিডির জাহিদ হাসান জোজো, আরাফাত ইসলাম, এবং ডিসিএস এর মেহেদী নাকিব। 

বাইকবিডি এবং ডিসিএস একত্রে অগ্রযাত্রায় বাইকারদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে। ধন্যবাদ। 

Published by Raihan Opu Bangla