Shares 2
ফিউরিয়াস ট্র্যাক ট্রেইল সিজন-৩ - বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অফরোড রেসিং চ্যাম্পিয়নশীপ এর ঘোষণা দিল ফিউরিয়াস মটোক্লাব কুমিল্লা
Last updated on 24-Sep-2025 , By Badhan Roy
অফ রোড ট্র্যাক ট্রেইল চ্যাম্পিয়নশীপকে ঘিরে সাম্প্রতিক সময়ে বাইকারদের মধ্যে উন্মাদনা বেশ লক্ষ্য করার মতো। বিপুল সংখ্যক বাইকাররা রাস্তায় নয় বরং এরকম রোমাঞ্চকর রেস ট্র্যাকে নিজেদের সক্ষমতা প্রদর্শনের প্রতি যেরকম আগ্রহ প্রকাশ করছেন তা বাংলাদেশের মটোস্পোর্ট এর জন্য খুব ভাল বলা চলে। তো বিগত বছরগুলোর আয়োজনের সাফল্য এবং বাইকারদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা “ফিউরিয়াস ট্র্যাক ট্রেইল-সিজন ৩” আয়োজনের ঘোষণা দিয়েছে ফিউরিয়াস মটোক্লাব কুমিল্লা।

ফিউরিয়াস ট্র্যাক ট্রেইল সিজন-৩ - ফিউরিয়াস মটোক্লাব কুমিল্লা
ফিউরিয়াস মটোক্লাব কুমিল্লা গত ১৭ই আগস্ট রাতে তাদের অফিশিয়াল ফেসবুকে একটি এনাউন্সমেন্ট ভিডিও পাবলিশ হয়েছে, যেখান থেকে জানা গেছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অফরোড রেসিং চ্যাম্পিয়নশীপ এর এই রোমাঞ্চকর আয়োজনটি আগামী ২৬ শে ডিসেম্বর, ২০২৫ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আশা করা যাচ্ছে বিগত বছরগুলোর ধারাবাহিকতায় সিজন ৩ আরো রোমাঞ্চকর এবং উত্তেজনাপূর্ণ হতে চলেছে। আর আরো চমৎকার ব্যাপার হচ্ছে যেহেতু সিসি লিমিট বৃদ্ধির পর বাংলাদেশের মার্কেটে পাওয়ারফুল অনেক বাইক ইতিমধ্যে এসে গিয়েছে সেই হিসেবে বলাই যায় এবার ট্র্যাকে নতুন নতুন বাইক সহ নতুন রাইডারদের সক্ষমতা প্রকাশের পাশাপাশি বিগত বিজয়ীদের জন্যেও নিজের অবস্থান ধরে রাখা বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে।

তবে এটি যেহেতু কেবলমাত্র একটি এনাউন্সমেন্ট পোস্ট তাই বিস্তারিত কিছু এখনো পর্যন্ত ফিউরিয়াস মটোক্লাব কুমিল্লার পক্ষ থেকে জানানো হয়নি। যতদূর জানা গেছে তারা অফরোড রেস এর পাশাপাশি বাইকারদের অন্যতম আকর্ষণ ক্যাম্পিং ফেস্টের জন্য একটি সুন্দর আয়োজন করার লক্ষ্যে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন এবং পর্যায়ক্রমে তাদের কার্যক্রমের আপডেট এবং রেজিস্ট্রেশন এর নিয়মাবলী ধাপে ধাপে তাদের ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
বলা বাহুল্য, বরাবরের মতই উক্ত আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বাইকবিডি। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন।
T
Published by Badhan Roy