Shares 2

গিয়ারএক্স বাংলাদেশ লঞ্চ করল নতুন হেলমেট ব্র্যান্ড SHAFT

Last updated on 20-Nov-2023 , By Raihan Opu Bangla

গিয়ারএক্স বাংলাদেশে সম্প্রতি লঞ্চ করেছে নতুন একটি হেলমেট ব্র্যান্ড। গিয়ারএক্স বাংলাদেশে যেই হেলমেট ব্র্যান্ডটি বাংলাদেশে লঞ্চ করেছে তা হচ্ছে কলমবিয়ান হেলমেট ব্র্যান্ড “SHAFT”। বর্তমানে তারা এই ব্র্যান্ডের SHAFT 542GT এই মডেলটি বাংলাদেশে নিয়ে আসতে যাচ্ছে। 

SHAFT 542GT


এছাড়া গিয়ারএক্স বাংলাদেশ BilmolaKYTICONZEUS, এবং SUOMY এই সকল হেলমেট ব্র্যান্ডের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। 

বাজেটের ভেতর উন্নত মানে প্রোডাক্ট উৎপাদন ও বিক্রয়ের জন্য SHAFT হেলমেট পুরো বিশ্ব পরিচিত। SHAFT এর পুরো বিশ্ব জুড়ে অনেক ধরনের মডেলের প্রোডাক্ট রয়েছে। এই মডেলের ভেতর গিয়ারএক্স বাংলাদেশে লঞ্চ করেছে “SHAFT 542GT” মডেলটি। 

এই মডেলটি একটি রেসিং স্টাইল মডেল। আর বাংলাদেশে এর দাম রাখা হয়েছে ৬,৯০০/- টাকা। বর্তমানে এই দামে উন্নত মান ও সার্টিফাইড হেলমেট বাংলাদেশে খুব কম ই রয়েছে। 

SHAFT 542GT

SHAFT 542 GT স্পেসিফিকেশনঃ

  • হাই স্ট্রেন্থ থার্মোপ্লাস্টিক শেল
  • ২ শেল সাইজ
  • ফোরহেড (কপাল) এয়ার ভেন্টিলেশন, যা পর্যান্ত বাতাস পরিবহনে সহায়তা করে 
  • ৫টি এয়ার ইনটেঁক ভেন্ট এবং ২টি এক্সহস্ট ভেন্ট 
  • স্ক্র্যার্চ রেজিস্টেন্ট, এন্টি ইউভি (অতি বেগুনী রশ্মি), পিনলক কম্পিটেবল ভাইজর 
  • এসএটি – শক এবজরভিং টেঁকনোলজি 
  • প্রিমিয়াম এন্টি-ব্যাকটেরিয়াল প্যাডিং 
  • রিমুভ্যাল এবং ওয়াশেবল প্যাডিং ও ভাইজর
  • হেলমেটের ওজন প্রায় ১৪৫০ গ্রাম, মিডিয়ান সাইজ
  • মাইক্রোম্যাট্রিক লকিং ম্যাকানিজম
  • ECE সার্টিফাইড
  • অফিশিয়াল ওয়ারেন্টি

গিয়ারএক্স বাংলাদেশ আমাদের দেশের পরিবেশ ও পরিস্থিরিত উপর বিবেচনা করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আসে। আর সেই সুবাধে গিয়ারএক্স বাংলাদেশ নিয়ে এসেছে SHAFT 542GT এই মডেলটি। 

SHAFT 542GT

এই হেলমেটের সামনের দিকে কপালের কাছে দুটি এয়ার ভেন্ট রয়েছে। এতে করে রাইডারের রাইড করা সময় মাথায় বাতাস লাগতে সহায়তা করবে। যা আমাদের মত গরম ও আদ্রতা পূর্ন দেশের জন্য খুব জরুরী।

SHAFT 542GT মডেলের ছয়টি কালার বাংলাদেশে লঞ্চ করেছে। কালার গুলো হচ্ছে –

  • Matt Black
  • Matt Navy Blue
  • Timelapse Green
  • Timelapse Red
  • Timelapse Yellow
  • Glossy Black

এছাড়া হেলমেট সহ অন্যান্য সকল প্রোডাক্ট সম্পর্কে জানতে আপনি গিয়ারএক্স বাংলাদেশ এর অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা মিরপু ৬০ফিটে অবস্থিত গিয়ারএক্স এর ফ্ল্যাগশীপ শোরুমে যোগাযোগ করতে পারেন। 

আমরা কিছু দিন ধরে একটি কথা শুনতে পারছি যে গিয়ারএক্স বাংলাদেশ এলপাইন স্টার্স বাংলাদেশে অফিশিয়ালি নিয়ে আসতে যাচ্ছে। যদিও এটা সহজেই বলা যাচ্ছে না এখন তবে আমরা ধরে নিতে পারি যে তারা শীঘ্রই এই ব্র্যান্ডটি বাংলাদেশে লঞ্চ করবে। সম্পূর্ন আপডেট পেতে আমাদের ওয়েব সাইটে চোখ রাখুন। ধন্যবাদ। 

Published by Raihan Opu Bangla