Shares 2

নতুন টায়ারে জেল ব্যবহার করলে কি ক্ষতি হয় ? বিস্তারিত জানুন

Last updated on 30-Jul-2024 , By Ashik Mahmud Bangla

বাইকের নতুন টায়ারে জেল ব্যবহার করা নিয়ে অনেকেই দ্বিধা দ্বন্দে থাকেন। আবার আমাদের সমাজের অনেকেই আছেন যারা বলে থাকেন নতুন টায়ার , জেল ব্যবহার করলে ক্ষতি হবে এমন আরও অনেক কথা। আমি যখনই নতুন কোন বাইক কিনতাম তারপর দিন সকালে গিয়ে আমার প্রথম কাজ হতো উভয় টায়ারে জেল ইনস্টল করা।


টিউবলেস টায়ারে জেল ব্যবহার না করলে ব্যাপারটা আমার কাছে অসমাপ্ত মনে হয়। তবে টায়ার জেলের যেমন উপকারিতা আছে ঠিক তেমনি নিজের একটু অসাবধানতা আপনার বাইকের টায়ারের কিন্তু ক্ষতি করতে পারে।


নতুন টায়ারে জেল ব্যবহার করলে কি ক্ষতি হয় ?


টায়ার জেল নিয়ে আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করছি , এখানে অনেকের আমার মতের সাথে মিল নাও হতে পারে। এই পর্যন্ত আমি যতোবার নতুন বাইক কিনেছি আমি আমার বাইকগুলোর টায়ারে জেল ইনস্টল করতাম। আজকের তারিখ পর্যন্ত আমি নতুন টায়ারে জেল ব্যবহার করার কোন খারাপ দিক পাই নি।


আপনি যদি আপনার বাইক নিয়ে সচেতন হয়ে থাকেন এবং সঠিক সময় পর পর বাইকের টায়ার চেঞ্জ করে থাকেন তাহলে আপনি নতুন টায়ারে নিশ্চিন্তে জেল ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন বাইকের দুইটা টায়ার দিয়ে আপনি ৬০ অথবা ৭০ হাজার কিলো বাইক চালাবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার।


তবে এখানে কিছু কথা আছে আপনার বাইকের টায়ার জেল যদি নকল হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বাইকের টায়ারের ক্ষতি হতে পারে। আর যদিও ক্ষতি না হয় তাহলে নকল জেল ব্যবহার করে আপনি কোন সুবিধা পাবেন না। তাই টায়ার জেল অবশ্যই ভালোমানের ব্যবহার করার চেষ্টা করুন।


আর বাইকে যখন টায়ার জেল দেয়া থাকবে তখন ৪/৫ মাস পর পর জেল শুকিয়ে গেছে কিনা এই জিনিসটি অবশ্যই চেক করুন। বাইকে টায়ার জেল ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলো জানুন। সব সময় নিয়ন্ত্রিত গতিতে বাইক রাইড করুন।


ধন্যবাদ

Published by Ashik Mahmud Bangla