Shares 2

রাজধানীতে তেলের কারচুপিতে দুই পেট্রোল পাম্পের জরিমানা!

Last updated on 27-Jul-2024 , By Arif Raihan Opu

তেল পরিমাপে কারচুপির অপরাধে দুটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা এবং এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল বুধবার বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত ঢাকার শাহবাগ ও নিউ মার্কেট এলাকায় এই অভিযান চালায়। 

রাজধানীতে তেলের কারচুপিতে দুই পেট্রোল পাম্পের জরিমানা!

পেট্রোল পাম্প petrol

   

দণ্ডপ্রাপ্ত পাম্পগুলোর মধ্যে শাহবাগের মেসার্স মেঘনা মডেল সার্ভিস সেন্টারকে (পেট্রোল পাম্প) ১০ হাজার টাকা এবং নিউ মার্কেট এলাকার মেসার্স নিউওয়েজ সার্ভিসেসকে (পেট্রোল পাম্প) এক লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে বিএসটিআইয়ের পরিদর্শক মো. ছানোয়ার হোসেন ও পূজন কর্মকার অভিযানে অংশগ্রহণ করেন।

Also Read: ১০ টাকা কমেছে পেট্রোল-অকটেনে, ডিজেল-কেরোসিনে ৩

তেল কম দেয়ার বিষয়টি অনেক দিন থেকেই চলে আসছে। অনেকে কাস্টোমাররা তেল নেয়ার ক্ষেত্রে এ ধরনের অভিযোগ করে থাকেন। বিশেষ ভাবে বাইকাররা এই সমস্যাটিতে বেশি পরেন। যদিও অনেক পাম্প ঠিক ভাবে তেল পরিমাপ করেই দিচ্ছে। কিন্তু কিছু অসাধু পাম্প রয়েছে যারা এই কাজটি দীর্ঘ দিন ধরে করে আসছে। আশা করা যাচ্ছে এমন অভিযান আরও পরিচালনা করা হবে এবং তেল কারচুপির ভোগান্তি থেকে কাস্টোমাররা মুক্তি পাব। ধন্যবাদ।

তথ্যসূত্রঃ কালের কন্ঠ

Published by Arif Raihan Opu