Shares 2

টিভিএস বাংলাদেশ ঈদ ক্যাশব্যাক অফার ২০২৩-ঘোষণা করেছে।

Last updated on 22-Nov-2023 , By Arif Raihan Opu

টিভিএস বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোটরসাইকেল ব্র্যান্ড, দেশের গ্রাহকদের জন্য তার ঈদ উল ফিতর 2023 ক্যাশ ব্যাক অফার ঘোষণা করেছে। টিভিএস এর লাইন আপে বর্তমানে অনেক দারূণ সব কমিউটার ও নেকেড স্পোর্টস সেগমেন্টের মোটরসাইকেল রয়েছে। 

টিভিএস ঈদ ক্যাশব্যাক অফার 

টিভিএস ঈদ ক্যাশব্যাক অফার

এই অফারের আওতায়, যে গ্রাহকরা এই ঈদের আগে অনুমোদিত ডিলারদের কাছ থেকে টিভিএস মোটরসাইকেল ক্রয় করবেন, তারা পেয়ে যাবেন ২৬,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। তবে মডেল ভেদে এই ক্যাশব্যাক অফারটি কিছুটা কম বেশি হতে পারে।

এই অফারটি জনপ্রিয় TVS Apache RTR 160 4V, TVS Raider 125, TVS Stryker 125, TVS Radeon এবং TVS XL100 সহ বাংলাদেশের বাজারে উপলব্ধ সমস্ত টিভিএস মোটরসাইকেলের জন্য প্রযোজ্য হবে।

এছাড়া এই অফারে টিভিএস তাদের মোটরসাইকেলে ক্যাশব্যাক ছাড়াও দিচ্ছে ঈদ উপহার। অপরদিকে টিভিএস তাদের কাস্টোমার সার্ভিসের ক্ষেত্রেও দিচ্ছে বিশেষ ছাড়। আর টিভিএস সব সময় তাদের কাস্টোমারদের গুরুত্বের সাথে সার্ভিস প্রদান করে থাকে। 

টিভিএস ঈদ ক্যাশব্যাক অফার

এই অফারটি কিছু নিয়ম ও শর্তের সাথে আসে যা গ্রাহকদের মনে রাখতে হবে। অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য হবে এবং শুধুমাত্র অনুমোদিত টিভিএস এর অথোরাইজড শোরুম এবং ডিলারদের কাছ থেকে কেনার জন্য প্রযোজ্য হবে।

সব শেষে বলা যায়, টিভিএস বাংলাদেশের ঈদ উল ফিতর ২০২৩ ক্যাশ ব্যাক অফারটি টিভিএস এর কাস্টোমারদের জন্য একটি সুবর্ণ সুযোগ এই ঈদে টিভিএস মোটরসাইকেল ক্রয় করার। কাস্টোমাররা তাদের পছন্দের বাইকটি ক্যাশব্যাক অফারের মাধ্যমে ক্রয় করতে সক্ষম হবেন। এই অফারটি খুব কম সময়ের জন্য দেয়া হয়েছে সুতরাং, তাড়াতাড়ি করুন এবং খুব দেরি হওয়ার আগেই অফারটি গ্রহণ করুন! ধন্যবাদ।

Published by Arif Raihan Opu