Shares 2

টিভিএস মোটরসাইকেল এবং গ্রামীণ ফোন এর মাঝে ভিটিএস নিয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর

Last updated on 31-Jul-2024 , By Arif Raihan Opu

টিভিএস মোটরসাইকেল বাংলাদেশ অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড। অপর দিকে জনপ্রিয় টেলিফোন অপারেটর কোম্পানি হচ্ছে গ্রামীন ফোন। সম্প্রতি গ্রামীণ ফোন এবং টিভিএস মোটরসাইকেল একত্রে ভেহিকল ট্র্যাকিং সিস্টেম নিয়ে কাজ শুরু করেছে।

টিভিএস মোটরসাইকেল এবং গ্রামীণ ফোন এর মাঝে ভিটিএস নিয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ভিটিএস নিয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর

১৪ই মে ২০২৪ মঙ্গলবার দুপুর ১২:৩০ মিনিটে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড এর ইস্কাটনস্থ শোরুমে গ্রামীণফোন এবং টিভিএস অটো বাংলাদেশ লিঃ এর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এই চুক্তির আওতায় টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড এর নির্ধারিত শোরুমে গ্রামীণফোন এর ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম ডিভাইস গ্রামীণফোন-আলো পাওয়া যাবে।

টিভিএস অটো বাংলাদেশ লিঃ এর সিইও জনাব বিপ্লব কুমার রায় ও গ্রামীণফোন এর সিবিও জনাব মোঃ আসিফ নাইমুর রাশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

Also Read: TVS Brand Showroom In Bangladesh

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিভিএস অটো বাংলাদেশ লিঃ এর বিজনেস হেড জনাব অভিজিৎ দে, হেড অব মাকেটিং জনাব আশরাফুল হাসান এবং গ্রামীণফোন এর হেড অফ লার্জ একাউন্টস (পরিচালক) জনাব এম শাওন আজাদ, প্রোডাক্ট পার্টনারশিপ এবং অপারেশনের প্রধান জনাব আরবিদ চৌধুরী সহ অন্যান্য উর্ধতন কর্মকর্তাগণ।

Published by Arif Raihan Opu