Shares 2

জিপিএক্স মোটরসাইকেল ঈদ উল আযহা উপলক্ষ্যে দিচ্ছে ক্যাশব্যাক অফার

Last updated on 30-Jul-2024 , By Arif Raihan Opu

বাংলাদেশে জাপানিজ মোটরসাইকেল গুলোর বাইরে ধীরে ধীরে অন্যান্য ব্র্যান্ড বেশ জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে অনেক চাইনিজ, থাই মোটরসাইকেল ব্র্যান্ড বাংলাদেশে রয়েছে। এই সকল ব্র্যান্ডের ভেতর অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে GPX Motorcycle

সম্প্রতি ঈদ উল আযহা উপলক্ষ্যে জিপিএক্স মোটরসাইকেল তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে ক্যাশব্যাক অফার। এই ক্যাশব্যাক অফারে জিপিএক্স ডেমন এর যেকোন ভার্সন ক্রয় করার পর কাস্টোমার পাবেন ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

ঈদ অফার - 

  • ৪ ভাল্বঃ ৩,৫৯,৯৯৯ টাকা
  • ২ ভাল্বঃ ৩,১২,৯৯৯ টাকা

এই অফারটি খুব সীমিত সময়ের জন্য দেয়া হচ্ছে। অফারটি চলবে ১ জুন ২০২৩ থেকে চাঁদ রাত পর্যন্ত। তবে এ ক্ষেত্রে স্টক থাকা সাপেক্ষে অফারটি চালু থাকতে পারে। 

Also Read: জিপিএক্স বাইক নিউজ বাংলাদেশ

অফারের সাথে একজন কাস্টোমার আরও কিছু পেয়ে যাচ্ছেন। যেমন –

  • ঝামেলাহীন সার্ভিস 
  • ২ বছর বা ২০,০০০ কিলোমিটার ইঞ্জিন ওয়ারেন্টি
  • ৪টি ফ্রী সার্ভিস
  • কিস্তি সুবিধা

তো এই ঈদে যদি আপনি নতুন মোটরসাইকে ক্রয় করতে চান এবং তবে জিপিএক্স মোটরসাইকেল আপনার জন্য হতে পারে দারূন একটি বাইক। জিপিএক্স এর মোটরসাইকেল ক্রয় করতে জিপিএক্স মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। ধন্যবাদ।

 

Published by Arif Raihan Opu