Shares 2
ছোট থেকেই একটা স্বপ্ন ছিল নিজের একটা বাইক কেনার - রাকিবুল
Last updated on 28-Jul-2024 , By Md Kamruzzaman Shuvo
আমি মোঃ রাকিবুল ইসলাম । আমি পাথালিয়া, জামালপুর বসবাস করি । আমার ছোট থেকেই একটা স্বপ্ন ছিল নিজের একটা বাইক কেনার, বড় হওয়ার পর বাবাকে যখন বাইক কিনে দেওয়ার কথা বলি তখন আমার কিনে দিতে পারিনি। কারণ আমি ছিলাম একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে।
আমার বাবার তেমন সামর্থ্য ছিল না। এখন আমি অনেক বড় হয়ে গিয়েছি কিন্তু এখনো বাইক কিনতে পারি নি। আসলে ছোট থেকেই বাইক একটু বেশি পছন্দ করে ফেলেছিলাম তাই মায়াটা আর কাটাতে পারি না বাইক উপর থেকে। যাই হোক বাইক না পেলেও মনের মতো কিছু বন্ধুদের পেয়েছিলাম। ওদের বাইক দিয়েই স্বপ্নটা পূরণ করেছি।

ওদের বাইক দিয়ে অনেক ট্যুর এ গিয়েছি। তাদের বাইক গুলো দিয়ে রাইড করেছি। রাইড করে অনেক ভালোই লেগেছে। বাইক গুলো অনেক ভালো মাইলেজ দিতো। বাইক গুলো অনেক যত্ন নিতো তারা। সবসময় নতুনের মতো করে রাখতো। আর আমার প্রথম বাইক চালানোর অনুভুতি তো বলে বুঝাতে পারবো না।
বাইক দিয়ে আমার সর্বোচ্চ স্পিড ছিল ১৪৬ । কিছুদিন আগেও জামালপুর থেকে কিশোরগঞ্জ, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ট্যুরে গিয়েছিলাম। এক দিনে প্রায় ৪০০ কিলোমিটার + বাইক রাইড করেছি , অনেক মজা পেয়েছি এবং অনেক কিছু শিখতে পেয়েছি। অনেক অজানা তথ্য সর্ম্পকে জানতে পেরেছি। নতুন নতুন যায়গায় ভ্রমন করতে পেরেছি। বিষয়টা অনেক অসাধারন ছিল।

বাইক নিয়ে রাইডের ক্ষেত্রে কিছু সুবিধা -
- সময়মত গন্তব্য স্থলে যাওয়া যায়।
- ট্রাফিকজ্যাম থেকে রক্ষা পাওয়া যায়।
- বিভিন্ন রকম প্রাকৃতিক দৃশ্য অনুভব করা যায়।
- অনেক অজানা তথ্য সর্ম্পকে জানা যায়।
সব মিলিয়ে বাইক রাইড়িং অসাধারন একটা বিষয় । আজ হয়তো আমার একটি বাইক নেই , তবে আমি বিশ্বাস করি কোন এক সময় আমারো একটি বাইক কেনার সুযোগ হবে , সবাই আমার জন্য দোয়া করবেন । ধন্যবাদ ।

লিখেছেনঃ মোঃ রাকিবুল ইসলাম
T
Published by Md Kamruzzaman Shuvo